Gujarat Assembly Election: মোদীর ছবি নিয়ে আপের ‘অ্যালার্জি’! নির্বাচন কমিশনে অভিযোগ জমা অরবিন্দ কেজরীবালের দলের

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 15, 2022 | 7:09 AM

Gujarat Assembly election: আম আদমি পার্টির দাবি, বিজেপির তরফে জমা দেওয়া তারকা প্রচারকের তালিকায় শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম রয়েছে। তাই বিভিন্ন সরকারি দফতরে মোদীর ছবি আদর্শ আচরণ বিধির পরিপন্থী।

Gujarat Assembly Election: মোদীর ছবি নিয়ে আপের অ্যালার্জি! নির্বাচন কমিশনে অভিযোগ জমা অরবিন্দ কেজরীবালের দলের
ছবি: ফাইল চিত্র

Follow Us

আহমেদাবাদ: আগামী মাসের শুরুতেই গুজরাটে বিধানসভা নির্বাচন (Gujarat Assembly Election 2022)। তার আগেই বিজেপি-আম আদমি পার্টি তরজা ক্রমেই পারদ চড়ছে। গুজরাট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য, একথা কারও অজানা নয়। এহেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই (Narendra Modi) আপের প্রধান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা গিয়েছে, গুজরাটে রাজ্য ও কেন্দ্র সরকারগুলির দফতরে থাকা মোদীর ছবি সরিয়ে ফেলার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। আপের দাবি, গুজরাট নির্বাচনে মোদী বিজেপির ‘তারকা প্রচারক’, সেই কারণে সরকারি দফতরে তাঁর ছবি থাকা নির্বাচনী বিধি ভঙ্গের সামিল। উল্লেখ্য, ডিসেম্বর মাসের ১ ও ৫ তারিখ ২ দফায় গুজরাটের ১৮২টি কেন্দ্রে নির্বাচন। ৮ ডিসেম্বর হবে ভোটগণনা।

আম আদমি পার্টির দাবি, বিজেপির তরফে জমা দেওয়া তারকা প্রচারকের তালিকায় শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম রয়েছে। তাই বিভিন্ন সরকারি দফতরে মোদীর ছবি আদর্শ আচরণ বিধির পরিপন্থী। গুজরাটের আপ লিগাল সেলের সচিব পুণীত জুনেজার দাবি, সরকারি দফতরে প্রধানমন্ত্রীর ছবি থাকলে নির্বাচনে তাঁর প্রভাব পড়তে পারে। সেই কারণে স্বচ্ছ ও অবাধ নির্বাচনের লক্ষ্যে সরকারি দফতের থাকা মোদীর ছবি গুলি হয় খুলে বা ঢেকে ফেলার দাবি জানিয়েছে আম আদমি পার্টি। এই মর্মে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছে আম আদমি পার্টি। আপের অভিযোগে লেখা হয়েছে, “সরকারি অফিসে কোনও একটি রাজনৈতিক দলের তারকা প্রচারকের ছবি নির্বাচনে প্রভাব ফেলতে পারে। সেই কারণে স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে এই বিষয়ে পদক্ষেপ করা উচিত।”

গুজরাটে কংগ্রেস সরকারি বিরোধী দল হলেও এবারে নির্বাচনে আপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাদের মতে, এবারে নির্বাচনে বিজেপিকে জোর টক্কর দিতে পারে আপ। অন্যদিকে সপ্তমবারের জন্য সেরাজ্যে ক্ষমতা ফিরে পাওয়ার ব্যপারে আত্মবিশ্বাসী বিজেপি। তাদের মতে কংগ্রেস ও আপ সরকার গঠনের লড়াইয়ে নেই, কে প্রধান বিরোধী দল হবে, সেই নিয়েই লড়াই। গুজরাট বিধানসভা নির্বাচনে এখনও কার জিত বা হার হয়, তা জানা যাবে ৮ ডিসেম্বর।

Next Article