Shashi Tharoor: শশীর ‘শাস্তি’? প্রচার চালাবেন না গুজরাটে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 16, 2022 | 12:51 PM

Gujarat Assembly Election 2022: আগামী মাসেই গুজরাটের বিধানসভা নির্বাচন। শেষ মুহুর্তের প্রচার চালাচ্ছেন বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি সহ একাধিক দল। তবে নির্বাচনের ঠিক আগে কংগ্রেসের প্রচার থেকে শশী থারুরের সরে আসার সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিরোধের জল্পনা শুরু হয়েছে।

Shashi Tharoor: শশীর ‘শাস্তি’? প্রচার চালাবেন না গুজরাটে
শশী থারুর। ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: গুজরাটের নির্বাচনে (Gujarat Assembly Election 2022) প্রচার চালাবেন না কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor)। দলের তারকা প্রার্থীদের তালিকায় তাঁর নাম নেই,  এমনটাই জানা গিয়েছে। গুজরাটের পড়ুয়া সংগঠনের তরফে আসন্ন গুজরাট নির্বাচনের জন্য কংগ্রেসের হয়ে প্রচার চালানোর আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারকা প্রার্থীর তালিকায় শশী থারুরের নাম না থাকায় তিনি প্রচার থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে, কংগ্রেসের তরফে শশী থারুরকে ‘একঘরে’ করার অভিযোগ অস্বীকার করা হয়েছে।

গত মাসেই কংগ্রেসের সভাপতি নির্বাচনে মল্লিকার্জুন খাড়্গের বিরুদ্ধে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন কেরলের তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর। কিন্তু মাত্র ১ হাজার ভোট পান তিনি, ৭ হাজারেরও বেশি ভোট পেয়ে কংগ্রেস সভাপতি হিসাবে নির্বাচিত হন মল্লিকার্জুন খাড়্গে। কংগ্রেসের জি-২৩ গ্রুপের অন্যতম সদস্য শশী থারুর প্রার্থী হিসাবে দাঁড়ানোর কারণেই তাঁকে ‘একঘরে’ করে দেওয়া হচ্ছে বলে জল্পনা।

আগামী মাসেই গুজরাটের বিধানসভা নির্বাচন। শেষ মুহুর্তের প্রচার চালাচ্ছেন বিজেপি, কংগ্রেস, আম আদমি পার্টি সহ একাধিক দল। তবে নির্বাচনের ঠিক আগে কংগ্রেসের প্রচার থেকে শশী থারুরের সরে আসার সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিরোধের জল্পনা শুরু হয়েছে। যদিও কংগ্রেসের তরফে সাফাই দিয়ে বলা হয়েছে, তারকা প্রার্থীর তালিকায় তিরুবনন্তপুরমের সাংসদের নাম কখনওই ছিল না। তিনি ২০২১ সালে কেরলের বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থী ছিলেন।

অন্যদিকে, শশী থারুরের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, থারুরকে কখনও নির্বাচনী প্রচারের জন্য ডাকাই হয়নি। তাই প্রচার থেকে সরে আসার কোনও প্রশ্নই ওঠে না। কংগ্রেসের ছাত্র সংগঠনের তরফে তাঁকে প্রচার চালানোর জন্য ডাকা হলেও, তাঁর নাম তালিকায় না থাকায় থারুরের পক্ষে প্রচার চালানো সম্ভব নয়।

উল্লেখ্য, আগামী ১ ও ৫ ডিসেম্বরের গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের তরফে ৪০ জন তারকা প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে কংগ্রেসের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা থেকে শুরু করে নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। অশোক গেহলট ও ভূপেশ বাঘেলের নামও রয়েছে এই তালিকায়।

Next Article