ইন্ডিয়া নাকি এনডিএ- কার হাতে রাজ্যের দায়িত্বভার ছাড়বে জনগণ, তার অ্যাসিড টেস্ট আজ। বুধবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২০ নভেম্বর। ভোটের ফল প্রকাশ পাবে ২৩ নভেম্বর। আজ, প্রথম দফায় মোট ৮১টি আসনের মধ্যে ৪৩টি আসনে ভোট গ্রহণ হয়। সকাল ৭টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে ভোট করাতে ২০০ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বিশেষ নিরাপত্তা মোতায়েন করা হয় মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে। এবারের নির্বাচনে একদিকে লড়ছে শাসক দল জেএমএম, অন্যদিকে রয়েছে প্রতিদ্বন্দ্বী বিজেপি। হেমন্ত সোরেনের দলকে সমর্থন জানাচ্ছে কংগ্রেস, আরজেডি। বিজেপির পাশে রয়েছে কয়েকটি আঞ্চলিক দল। চলতি বছরেই দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবারের ভোটে তার প্রভাব পড়ে কি না, তা ফল প্রকাশের পরই জানা যাবে।
ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। সকাল থেকেই ভাল সাড়া মিলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬.২৫ শতাংশ।
ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আজ। সকাল ৯টা পর্যন্ত ১৩.৪ শতাংশ ভোট পড়েছে।
বিধানসভা নির্বাচন চলছে ঝাড়খণ্ডে। রাঁচীতে ভোট দিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ।
#WATCH | Rajya Sabha Deputy Chairman Harivansh shows his inked finger after casting vote at a polling station in Ranchi#JharkhandAssemblyElection pic.twitter.com/KVt9I3Kppa
— ANI (@ANI) November 13, 2024
জামশেদপুরের এনডিএ প্রার্থী সরযূ রাই এ দিন ভোট দিয়ে বলেন, “২৩ নভেম্বরই বলবে কী হতে চলেছে। আশা করছি পরিবর্তন আসবে এবং এনডিএ সরকার গঠন হবে।”
#WATCH | Jharkhand: NDA candidate from Jamshedpur West assembly seat and JDU leader Saryu Rai says, “Results on November 23 will tell what will happen. We hope that there will be a change and NDA government will be formed in the state…”#JharkhandAssemblyElections2024 https://t.co/LKDLz8eqE6 pic.twitter.com/Thrd3qB1AC
— ANI (@ANI) November 13, 2024
ভোট গ্রহণ শুরুর প্রথম ঘণ্টাতেই ভোট দিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, “সকলকে ভোটদানের আর্জি জানাচ্ছি।”
#WATCH | Ranchi: After casting his vote, Santosh Kumar Gangwar, Governor of Jharkhand says, “I appeal to the people to exercise their franchise and vote in large numbers. The way voting took place in Jammu and Kashmir, people voted in large numbers. It should be celebrated like a… pic.twitter.com/1lkWGIOsg6
— ANI (@ANI) November 13, 2024
সকাল সকালই ভোট দিচ্ছেন রাঁচীবাসী। বিভিন্ন বুথে দেখা গেল ভোটারদের ভিড়।
#WATCH | People queue up at a polling station in Ranchi to vote in the first phase of Jharkhand Assembly elections
Visuals from a polling station in Jawahar Nagar pic.twitter.com/MVWrj3OnuU
— ANI (@ANI) November 13, 2024
#WATCH | JMM candidate from Ranchi, Mahua Maji says, “I appeal to everyone to vote for me. I want there should be development. Ranchi does not look like a capital and I want to transform it into one…I have an experience in different sectors…” #JharkhandAssemblyElections2024 pic.twitter.com/Qw4Zsty3qw
— ANI (@ANI) November 13, 2024
ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ।
#WATCH | Voting begins for the first phase of Jharkhand assembly elections; In this phase, voting is taking place on 43 out of 81 seats.
Visuals from a polling centre in Jamshedpur pic.twitter.com/cqSwJqSV6c
— ANI (@ANI) November 13, 2024