বেঙ্গালুরু: দরজায় কড়া নাড়ছে নির্বাচন (Karnataka Assembly Election)। আগামী সপ্তাহেই কর্নাটক বিধানসভা নির্বাচন। এই আবহে কর্নাটকে ইস্তেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। এই ইস্তেহারে উল্লেখযোগ্যভাবে রয়েছে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকরা করা এবং উৎপাদন শিল্পে ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি। এছাড়াও কর্নাটকবাসীর জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে বিজেপির এই ‘প্রজা প্রণালিকা’-তে।
সোমবার বেঙ্গালুরুতে বিজেপির এই ইস্তেহার প্রকাশ করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। ইস্তেহার প্রকাশ করে জেপি নাড্ডা বলেছেন, “রাজ্যের জন্য বিজেপির দৃষ্টিভঙ্গি হল সকলের প্রতি ন্যায়বিচার এবং কারও তুষ্টিকরণ নয়।” বিজেপির এই নির্বাচনী ইস্তেহারে উল্লেখযোগ্য জায়গা পেয়েছে অভিন্ন দেওয়ানি বিধি ও এনআরসি। উচ্চ পর্যায়ের কমিটির প্রস্তাব অনুসারে কর্নাটকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে। ইস্তেহারে জানানো হয়েছে, রাজ্য থেকে অবৈধ নাগরিকদের দ্রুত দূর করতে কর্নাটকে এনআরসি নিয়ে আসা হবে। ইস্তেহারে বহু বিতর্কিত নন্দিনী মিল্ক ইস্যুও জায়গা পেয়েছে।
During the release of BJP’s manifesto for Karnataka Assembly Election 2023.#BJPPrajaPranalike2023 https://t.co/BAai4gw0bg
— Jagat Prakash Nadda (@JPNadda) May 1, 2023
কর্নাটকের বাসিন্দাদের জন্য বিজেপির অন্যান্য প্রতিশ্রুতি: