কোলার: কর্নাটকে বিধানসভার ভোটের প্রচারে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মন্তব্যের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নির্বাচনী প্রচারে কর্নাটকের কোলারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি খাড়্গের ‘বিষাক্ত সাপ’ মন্তব্যের জবাব দেন। সেখানে গিয়ে মোদী জানিয়েছেন, কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করছেন বলেই কংগ্রেসিরা তাঁকে ঘৃণা করেন। খাড়্গের মন্তব্যের জবাব দিতে গিয়ে মোদী বলেন, ভগবান শিবের গলায় মালা হয়ে থাকে সাপ। তাঁর কাছে শিব হলেন দেশের জনগণ। তিনি এমন সাপ যিনি দেশের জনগণের গলায় মালার মতো থাকেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে কর্নাটকে ভোট প্রচার গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘বিষাক্ত সাপ’ বলে আক্রমণ শানিয়েছিলেন। তার জবাব দিয়ে কর্নাটকে ভোট আবহ জমিয়ে দিলেন মোদী। কোলারের জনসভায় মোদী বলেছেন, “দুর্নীতিকে সমূলে বিনাশ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে আমার সরকার। কিন্তু কংগ্রেস এটা পছন্দ করছে না। পরিবর্তে আমাকে ‘বিষাক্ত সাপ’ বলছে। আজ আমি আপনাদের বলি, ভগবান শিবের গলায় মালা হয়ে সাপ থাকে। এ দেশের জনগণ আমার কাছে ঈশ্বরের সমান। কর্নাটকের জনগণ ১৩ মে কংগ্রেসকে যোগ্য জবাব দেবে।”
রবিবারের নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন মোদী। তিনি বলেছেন, “কংগ্রেস ৮৫ শতাংশ কমিশনের দল। তাদের প্রধানমন্ত্রীও এক বার এ কথা স্বীকার করেছিলেন। কর্নাটকে ক্ষমতায় আসতে এবং রাজ্যকে লুঠতে তারা প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু জনগণ ডবল ইঞ্জিন সরকারের ব্যাপারে সচেতন। তাঁরা কংগ্রেসের ইচ্ছাপূরণ করতে দেবেন না। কোলারের এই বিপুল জনসমাবেশ কংগ্রেস ও জেডিএস-এর ঘুম কেড়ে নেবে।” প্রসঙ্গত দিন দুয়েক আগে কর্নাটকে ভোটপ্রচারে গিয়ে মল্লিকার্জুন খাড়্গে বলেছিলেন, “মোদী হচ্ছে বিষাক্ত সাপ। আপনারা যদি বিষ কেমন দেখতে চান তাহলে মৃত্যুর ব্যাপারে সতর্ক থাকতে হবে।” যদিও খাড়্গে পরে জানিয়েছিলেন, তিনি মোদীকে বিষাক্ত সাপ বলেলনি, বিজেপির নীতিকে বিষাক্ত বলেছিলেন।