Ward 65 Ballygunge KMC Election Result 2021 LIVE: আরএসপির টিকিটে জেতা বিদায়ী কাউন্সিলরই এবার তৃণমূলের প্রার্থী ৬৫ নম্বর ওয়ার্ডে

KMC Election Result 2021, Ward 65 Ballygunge LIVE Counting: ২০২১ সালের পুরভোটে এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী নিবেদিতা শর্মা। বিজেপি প্রার্থী সোনিয়া পাণ্ডে।

Ward 65 Ballygunge KMC Election Result 2021 LIVE: আরএসপির টিকিটে জেতা বিদায়ী কাউন্সিলরই এবার তৃণমূলের প্রার্থী ৬৫ নম্বর ওয়ার্ডে
কলকাতা পুরভোট ২০২১।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 7:11 PM

কলকাতা: ৬৫ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৭ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। এই ওয়ার্ডের মধ্যে বালিগঞ্জ (বালিগঞ্জ পার্ক), পার্ক সার্কাস, গোবরা, তিলজলা (কুস্টিয়া-বন্ডেল) এলাকার কিছু অংশ পড়ে।

কলকাতা পুরসভার এই ওয়ার্ডকে বলা হতো আরএসপির গড়। রেভলিউশনারি সোশালিস্ট পার্টির প্রার্থী মানেই এই ওয়ার্ডে জয় অবধারিত। ২০০৫ সাল, ২০১০ সাল, ২০১৫ সালে এই ওয়ার্ড দখলে রেখেছিল আরএসপি। তবে ২০১৫ সালের যিনি আরএসপির টিকিটে জয়ী হন, সেই নিবেদিতা শর্মা এখন তৃণমূলে। এবার প্রার্থীও হয়েছেন তৃণমূলের প্রতীকে।

৬৫ নম্বর ওয়ার্ডের উত্তর দিকে সামসুল হুদা রোড, পার্ক স্ট্রিট, তিলজলা রোড। দক্ষিণ দিকে বন্ডেল রোড, পিকনিক গার্ডেন রোড, তিলজলা মসজিদ বাড়ি লেন। পূর্ব দিকে তিলজলা রোড, কুস্টিয়া রোড ও তপসিয়া রোড (দক্ষিণ)। পশ্চিম দিকে আশুতোষ চৌধুরী এভিনিউ, সৈয়দ আমির আলি এভিনিউ, ব্রাইট স্ট্রিট।

কলকাতা পুলিশের তিলজলা ও কড়েঞা থানা এই ওয়ার্ডের মধ্যে পড়ে। কড়েঞা মহিলা থানার (সাউথ ইস্ট ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন তপসিয়া, বেনিয়াপুকুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, লেক, কড়েঞা, তিলজলা, রবীন্দ্র সরোবর।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ৭২,৪২৭ জন। এর মধ্যে ৩৮,৩১৭ পুরুষ। ৩৪,১১০ মহিলা।

২০০৫ সালে পুরভোটে এই ওয়ার্ডে জয়ী হন আরএসপি প্রার্থী সুশীল কুমার শর্মা। ২০১০ সালেও জয়ী হন আরএসপি প্রার্থী সুশীল কুমার শর্মা। ২০১৫ সালে প্রার্থী হন আরএসপির নিবেদিতা শর্মা।

২০২১ সালের পুরভোটে এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী নিবেদিতা শর্মা। বিজেপি প্রার্থী সোনিয়া পাণ্ডে। আরএসপি প্রার্থী অনুলেখা সিংহ। কংগ্রেস প্রার্থী অনিশা আখতার।

বালিগঞ্জ || ওয়ার্ড নম্বর- ৬৫ (বোরো- ৭) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল নিবেদিতা শর্মা ২৮৪২৮  ৭৫.৪৯ ২৮.৬৩
বিজেপি কাবেরী সেনগুপ্ত মোহান্তি ২৪৮১ ৬.৫৯ ৮.২৯
বাম অনুলেখা সিনহা ৫৭৫৮ ১৫.২৯ ৫৪.০০
কংগ্রেস আনিশা আখতার ৯৯২ ২.৬৩ ৬.২৮
অন্যান্য
বালিগঞ্জ || ওয়ার্ড নম্বর- ৬৫ (বোরো- ৭) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল ফারজানা আলম ১০,৫৫৫ ২৮.৬৩
বিজেপি মারুফা খাতুন ৩,০৫১ ৮.২৯
বাম নিবেদিতা শর্মা ১৯,৯১২ ৫৪.০০
কংগ্রেস রিজুওয়ানা ফিরদৌস ২,৩১৭ ৬.২৮
অন্যান্য