ছোট লালবাড়ির লড়াই
কলকাতা : কলকাতা পৌরনিগমের ১৬ নম্বর বোরোর অন্তর্গত ১২৪ নম্বর ওয়ার্ড। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের (Behala Purba Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে বড়িশা (Barisha) এবং ঠাকুরপুকুর (Thakurpukur) সহ সংলগ্ন এলাকাগুলি। ১৬ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে চণ্ডিচরণ ঘোষ রোড এবং জেমস লং সরণি। পূর্বে রয়েছে পূর্ব বড়িশা। দক্ষিণে রয়েছে মহাত্মা গান্ধী রোড এবং পশ্চিম দিক বরাবর চলে গিয়েছে ডায়মন্ড হারবার রোড।
২০১০ সালের পালাবদলের হাওয়ায় এই ওয়ার্ডটি হাতছাড়া হয় বামেদের। ২০১০ সালে এখান থেকে তৃণমূল প্রার্থী ইন্দ্রজিৎ ভট্টাচার্য জয়ী হয়েছিলেন। ২০১৫ সালে তৃণমূলের টিকিটে ভোটে লড়ে জয়ী হয়ে কাউন্সিলর হন রাজীব দাস। গতবারের পৌরনিগম নির্বাচনে তিনি পেয়েছিলেন ৯২৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাম প্রার্থী উৎপল চট্টোপাধ্যায়। তিনি পেয়েছিলেন ৭৭১২ ভোট। বিজেপি প্রার্থী সুদীপ কুমার মাইতি এখান থেকে পেয়েছিলেন ৬০৬৬ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ২৯৬ ভোট।
আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে আরও একবার প্রার্থী করেছে রাজীব দাসকে। বিজেপির পদ্ম প্রতীকে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শঙ্কর সিকদার। কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন প্রবীর সরকার। আর বামেরা বাজি রাখছে অরিজিৎ সিনহার উপর।
বড়িশা-ঠাকুরপুকুর || ওয়ার্ড নম্বর- ১২৪ (বোরো- ১৬) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
রাজীব দাস |
১৩৮৮৭ |
৬০.০২ |
৩৯.০৪ |
বিজেপি |
শঙ্কর সিকদার |
৪৬৫৩ |
২০.১১ |
২৫.৪৬ |
বাম |
অরিজিৎ সিনহা |
৩৯৭৯ |
১৭.২০ |
৩২.৩৭ |
কংগ্রেস |
– |
– |
– |
১.২৪ |
অন্যান্য |
– |
১৩২ |
০.৫৮ |
১.৮৯ |
বড়িশা-ঠাকুরপুকুর || ওয়ার্ড নম্বর- ১২৪ (বোরো- ১৬) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
রাজীব কুমার দাস |
৯২৯৯ |
৩৯.০৪ |
বিজেপি |
সঞ্জয় বিশ্বাস |
৬০৬৬ |
২৫.৪৬ |
বাম |
সুধীর মালাকার |
৭৭১২ |
৩২.৩৭ |
কংগ্রেস |
বিমল পাইক |
২৯৬ |
১.২৪ |
অন্যান্য |
– |
৫২৪ |
১.৮৯ |