AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ward 117 Buroshivtala KMC Election Result 2021 LIVE: ১১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দুর্গ ভাঙতে পদ্মের বাজি কল্যাণী

KMC Election Result 2021, Ward 117 Buroshivtala LIVE Counting: ২০০৫ সাল এখান থেকে জিতেছিলেন শৈলেন দাসগুপ্ত। তখন তিনি কংগ্রেসের টিকিটে কাউন্সিলর হয়েছিলেন। পরে ২০১০ সাল এবং ২০১৫ সালে তিনি তৃণমূলের টিকিটে ভোটে লড়েন এবং জয়ী হয়ে কাউন্সিলর হন।

Ward 117 Buroshivtala KMC Election Result 2021 LIVE: ১১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দুর্গ ভাঙতে পদ্মের বাজি কল্যাণী
ছোট লালবাড়ির লড়াই
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 12:27 AM
Share

কলকাতা : কলকাতা পৌরনিগমের ১৩ নম্বর বোরোর অন্তর্গত ১১৭ নম্বর ওয়ার্ড। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের (Behala Purba Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে টালিগঞ্জ সার্কুলার রোডে একটি অংশ – চন্দুবাবুর ঝিল, বুরোশিবতলা এবং আশেপাশের এলাকা। ১৩ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে টালিগঞ্জ সার্কুলার রোড । পূর্বে রয়েছে আদি গঙ্গা। দক্ষিণে রয়েছে রায় বাহাদুর এ সি রায় রোড এবং প্রাণ কৃষ্ণ চন্দ্র লেন এবং পশ্চিমে রয়েছে বুড়োশিবতলা মেইন রোড।

এই এলাকা কার্যত তৃণমূলের শক্ত দূর্গে পরিণত হয়েছে। ২০০৫ সাল এখান থেকে জিতেছিলেন শৈলেন দাসগুপ্ত। তখন তিনি কংগ্রেসের টিকিটে কাউন্সিলর হয়েছিলেন। পরে ২০১০ সাল এবং ২০১৫ সালে তিনি তৃণমূলের টিকিটে ভোটে লড়েন এবং জয়ী হয়ে কাউন্সিলর হন। গতবারের পৌরনিগম নির্বাচনে তিনি পেয়েছিলেন ৬০০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী অমিতাভ কর্মকার (বাচ্চু) পেয়েছিলেন ২৬৮৪ ভোট। বিজেপি প্রার্থী সোমনাথ বন্দ্যোপাধ্যায় এখান থেকে পেয়েছিলেন ৩৭৮২ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ৩৩৯ ভোট।

আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে প্রার্থী করেছে অমিত সিংকে। বিজেপির পদ্ম প্রতীকে লড়ছেন কল্যাণী দাসগুপ্ত। বামেরা এবারে নির্বাচনে এই ওয়ার্ডে বাজি রাখছে সঞ্জয় খানের উপর। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী সঞ্জিত কুমার দে।

বুড়ো শিবতলা || ওয়ার্ড নম্বর- ১১৭ (বোরো- ১৩) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল অমিত সিং ৯৩২৯  ৭৩.৬৫ ৪৬.৮৬
বিজেপি কল্যাণী দাশগুপ্ত ১৮৯৮  ১৫.০৪ ২৯.৫৩
বাম সঞ্জয় খান  ১১৭৭ ৯.৩৩ ২০.৯৫
কংগ্রেস সঞ্জিত কুমার দে ৯৯ ০.৭৮ ২.৬৪
অন্যান্য নির্দল ১১৩  ০.৯০
বুড়ো শিবতলা || ওয়ার্ড নম্বর- ১১৭ (বোরো- ১৩) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল শৈলেন দাশগুপ্ত ৬০০২ ৪৬.৮৬
বিজেপি সোমনাথ বন্দ্যোপাধ্যায় ৩৭৮২ ২৯.৫৩
বাম অমিতাভ কর্মকার ২৬৮৪ ২০.৯৫
কংগ্রেস সঞ্জিত দে ৩৩৯ ২.৬৪
অন্যান্য