Ward 54 Entally KMC Election Result 2021 LIVE: ৫৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বাম-কংগ্রেস সকলেই
KMC Election Result 2021, Ward 54 Entally LIVE Counting: ২০০৫ সালে ৫৪ নম্বর ওয়ার্ড বামেদের দখলে থাকলেও ২০১০ সালে তা দখলে নেয় তৃণমূল কংগ্রেস।
KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: ৫৪ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৬ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। এন্টালির এই ওয়ার্ডটি এন্টালি বিধানসভা কেন্দ্রেরই অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর।
২০০৫ সালে ৫৪ নম্বর ওয়ার্ড বামেদের দখলে থাকলেও ২০১০ সালে তা দখলে নেয় তৃণমূল কংগ্রেস। ২০১৫ সালেও জয়ী হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
৫৪ নম্বর ওয়ার্ডের উত্তরে ডাক্তার লালমোহন ভট্টাচার্য রোড। দক্ষিণে অনজুমান রোড ও মফিদুল ইসলাম লেন। পূর্বদিকে ডাক্তার সুরেশশঙ্কর রোড। পশ্চিমদিকে আচার্য জগদীশ চন্দ্র বসু রোড ও হরেকৃষ্ণ কোঙার রোড। বেনিয়াপুকুর থানা ও এন্টালি থানার আওতাধীন এই ওয়ার্ড। কড়েঞা মহিলা থানার (সাউথ ইস্ট ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন তোপসিয়া, বেনিয়াপুকুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, লেক, কড়েঞা, তিলজলা, রবীন্দ্র সরোবর। অন্যদিকে উল্টোডাঙা মহিলা থানার আওতায় সমস্ত পুলিশ জেলা (ইস্টার্ন সাবআর্বান ডিভিশন) বেলেঘাটা, এন্টালি, মানিকতলা, নারকেলডাঙা, উল্টোডাঙা, ট্যাংরা ও ফুলবাগান।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ৩৬,২৩৫ জন। এর মধ্যে ১৮,৯৩৭ পুরুষ। ১৭,২৯৮ মহিলা।
২০০৫ সালে পুরভোটে এই ওয়ার্ডে জয়ী হন সিপিআইএম প্রার্থী মহম্মদ আবু সুফিয়ান। ২০১০ সালের পুরভোটে জয়ী হন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী মহম্মদ আমিরুদ্দিন। ২০১৫ সালেও মহম্মদ আমিরুদ্দিন তৃণমূলের প্রতীকে জয়ী হন।
২০২১ সালের পুরভোটে ৫৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী আমিরুদ্দিন ববি। দেবাশিস দত্ত বিজেপি প্রার্থী। সিপিএমের প্রার্থী জাহাঙ্গির মণ্ডল। কংগ্রেস প্রার্থী ইউসুফ আবদুল ওয়াহিদ।
এন্টালি || ওয়ার্ড নম্বর- ৫৪ (বোরো- ৬) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | আমিরুদ্দিন | ২৭১১১ | ৯১.৬৭ | ৮৬.৬১ |
বিজেপি | দেবাশিস দত্ত | ৪৯৪ | ১.৬৭ | ২.৪৫ |
বাম | জাহাঙ্গীর মণ্ডল | ১১০৯ | ৩.৭৫ | ৭.৬০ |
কংগ্রেস | ইউসুফ আব্দুল ওয়াহীদ | ৬২২ | ২.১০ | ২.৫৬ |
অন্যান্য | – | – | – | ০.৭৮ |
এন্টালি || ওয়ার্ড নম্বর- ৫৪ (বোরো- ৬) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | আমিরুদ্দিন | ২৩,৭৮০ | ৮৬.৬১ |
বিজেপি | সহিদ ঘমর | ৬৭২ | ২.৪৫ |
বাম | তারিক হাসান | ২,০৮৬ | ৭.৬০ |
কংগ্রেস | তোঘরাল কমল | ৭০৩ | ২.৫৬ |
অন্যান্য | – | ২১৫ | ০.৭৮ |