কলকাতা : কলকাতা পৌরনিগমের ১২ নম্বর বোরোর অন্তর্গত ১০৫ নম্বর ওয়ার্ড। যাদবপুর বিধানসভা কেন্দ্রের (Jadavpur Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার গড়ফার (Garfa) মনসাতলা এলাকা। এ ছাড়া হালতুর বৈদ্যপাড়া, যাদবগড়, আশুতোষ কলোনি, শরৎ বোস কলোনি, নাজ়ির বাগান, সুচেতা নগরও রয়েছে এই ওয়ার্ডের মধ্যে। ১২ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে শরৎ ঘোষ গার্ডেন রোড। হালতু মেইন রোড। পূর্বে রয়েছে কে পি রায় লেন। দক্ষিণে রয়েছে বৈদ্যপাড়া রোড এবং পশ্চিমে রয়েছে গড়ফা মেইন রোড।
২০১০ সাল থেকেই এই ওয়ার্ড কার্যত তৃণমূলের দখলে। সেই সময় এখানে তৃণমূলের কাউন্সিলর হয়েছিলেন তরুণ মণ্ডল। তারপর ২০১৫ সালে ফের এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তিনিই। গত পৌর নির্বাচনে তিনি পেয়েছিলেন ৬৪০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী সবুজ বিশ্বাস পেয়েছিলেন ৪৩৪৫ ভোট। বিজেপি প্রার্থী কুন্তল মজুমদার পেয়েছিলেন ১৮৩৫ ভোট। আর কংগ্রেসের পকেটে ছিল মাত্র ২০৫ ভোট।
আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে প্রার্থী করেছে সুশীলা মণ্ডলকে। বামেদের প্রার্থী হচ্ছেন নমিতা দত্ত। বিজেপির পদ্ম প্রতীকে লড়ছেন তমালি রায়।
গড়ফা-হালতু || ওয়ার্ড নম্বর- ১০৫ (বোরো- ১২) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
সুশীলা মণ্ডল |
৯৭৯১ |
৭৩.৪৮ |
৪৯.৬২ |
বিজেপি |
তমালি রায় |
৯০৭ |
৬.৮১ |
১৪.২০ |
বাম |
নমিতা দত্ত |
২৩৪৫ |
১৭.৬০ |
৩৩.৬৬ |
কংগ্রেস |
শ্রাবন্তী চ্যাটার্জি |
১৭৩ |
১.৩০ |
১.৫৯ |
অন্যান্য |
– |
– |
– |
০.৯৫ |
গড়ফা-হালতু || ওয়ার্ড নম্বর- ১০৫ (বোরো- ১২) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
তরুণ মণ্ডল |
৬৪০৮ |
৪৯.৬২ |
বিজেপি |
কুন্তল মজুমদার |
১৮৩৫ |
১৪.২০ |
বাম |
সবুজ বিশ্বাস |
৪৩৪৫ |
৩৩.৬৬ |
কংগ্রেস |
আশীষ কুমার রায় |
২০৫ |
১.৫৯ |
অন্যান্য |
– |
১২১ |
০.৯৫ |