Ward 110 Garia-Patuli KMC Election Result 2021 LIVE: গত নির্বাচনে ১১০ নম্বর ওয়ার্ডে ভাল লড়াই দিয়েছিল বামেরা, এবার কতটা তৈরি তারা?

KMC Election Result 2021, Ward 110 Garia-Patuli LIVE Counting: ২০১০ সালের পৌরভোট পর্যন্ত এই ওয়ার্ডটি ছিল বামেদের দখলে। তারপর ২০১৫ সালে এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী।

Ward 110 Garia-Patuli KMC Election Result 2021 LIVE: গত নির্বাচনে ১১০ নম্বর ওয়ার্ডে ভাল লড়াই দিয়েছিল বামেরা, এবার কতটা তৈরি তারা?
ছোট লালবাড়ির লড়াই
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 12:08 AM

কলকাতা : কলকাতা পৌরনিগমের ১১ নম্বর বোরোর অন্তর্গত ১১০ নম্বর ওয়ার্ড। যাদবপুর বিধানসভা কেন্দ্রের (Jadavpur Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়ার বৈষ্ণবঘাটা পাটুলি টাউনশিপ সহ আরও বেশ কিছু এলাকা। ১১ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে ইএম বাইপাস। পূর্বে রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার রেল লাইন। দক্ষিণে রয়েছে প্রণবানন্দ রোড এবং পশ্চিমে রয়েছে রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড।

২০১০ সালের পৌরভোট পর্যন্ত এই ওয়ার্ডটি ছিল বামেদের দখলে। তারপর ২০১৫ সালে এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তিনি পেয়েছিলেন ৬০৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় পেয়েছিলেন ৫৪৯২ ভোট। বিজেপি প্রার্থী শ্যামল সমাদ্দার পেয়েছিলেন ১৭৫৬ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ২৪৪ ভোট।

আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে প্রার্থী করেছে স্বরাজ কুমার মণ্ডলকে। বিজেপির পদ্ম প্রতীকে লড়ছেন নিতাই মণ্ডল। ১১০ নম্বর ওয়ার্ড থেকে এবার বামেদের প্রার্থী হচ্ছেন তনুশ্রী মণ্ডল।

বৈষ্ণবঘাটা পাটুলি || ওয়ার্ড নম্বর- ১১০(বোরো- ১১) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল স্বরাজ কুমার মণ্ডল ১০৮৩৩ ৭০.৬৮  ৪৪.২৩
বিজেপি নিতাই মণ্ডল ১২৮১ ৮.৩৫ ১২.৮৩
বাম তনুশ্রী মণ্ডল ৩০৬৫ ১৯.৯৮  ৪০.১৪
কংগ্রেস ১.৭৮
অন্যান্য ১৯১ ২.২৬ ১.০২
বৈষ্ণবঘাটা পাটুলি || ওয়ার্ড নম্বর- ১১০(বোরো- ১১) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল অরূপ চক্রবর্তী ৬০৫২ ৪৪.২৩
বিজেপি শ্যামল সমাদ্দার ১৭৫৬ ১২.৮৩
বাম উজ্জ্বল চট্টোপাধ্যায় ৫৪৯২ ৪০.১৪
কংগ্রেস উত্তম রায় ২৪৪ ১.৭৮
অন্যান্য ১৩৮ ১.০২

আরও পড়ুন: Kolkata Municipal Election 2021 Jadavpur-Kudghat Ward No. 97: ৯৭ নম্বরে আসন ধরে রাখতে পারবেন ‘মলয় দা’?