Ward 106 Haltu KMC Election Result 2021 LIVE:২০০৫ সাল থেকে সবুজ-দুর্গ ১০৬ নম্বর ওয়ার্ড, এবারও কি দুর্ভেদ্য থাকবে ঘাঁটি?

KMC Election Result 2021, Ward 106 Haltu LIVE Counting: গত পৌর নির্বাচনে এখান থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন মধুমিতা চক্রবর্তী। তিনি পেয়েছিলেন ১০ হাজার ২১৭ ভোট।

Ward 106 Haltu KMC Election Result 2021 LIVE:২০০৫ সাল থেকে সবুজ-দুর্গ ১০৬ নম্বর ওয়ার্ড, এবারও কি দুর্ভেদ্য থাকবে ঘাঁটি?
ছোট লালবাড়ির লড়াই
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2021 | 12:10 AM

কলকাতা : কলকাতা পৌরনিগমের ১২ নম্বর বোরোর অন্তর্গত ১০৬ নম্বর ওয়ার্ড। যাদবপুর বিধানসভা কেন্দ্রের (Jadavpur Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার হালতুর (Haltu) নন্দী বাগান, কায়স্থপাড়া, রামলাল বাজার, শান্তি পল্লি, পূর্বাচল, উত্তর পূর্বাচল। ১২ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে কায়স্থপাড়া রোড। পূর্বে রয়েছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। দক্ষিণে রয়েছে ফিডার ক্যানেল, বিবেকানন্দ সরণি এবং পশ্চিমে রয়েছে গড়ফা মেইন রোড।

২০০৫ সাল থেকেই এই ওয়ার্ড কার্যত তৃণমূলের দখলে। সেই সময় এখানে তৃণমূলের কাউন্সিলর হয়েছিলেন দীপু দাস ঠাকুর। তারপর ২০১০ সালে ফের এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তিনিই। গত পৌর নির্বাচনে এখান থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন মধুমিতা চক্রবর্তী। তিনি পেয়েছিলেন ১০ হাজার ২১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী আরএসপির ঝর্ণা মণ্ডল পেয়েছিলেন ৬৮৩৮ ভোট। বিজেপি প্রার্থী তমালি রায় পেয়েছিলেন ৪১৯৩ ভোট। আর কংগ্রেসের পকেটে ছিল মাত্র ৫২৬ ভোট।

আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে প্রার্থী করেছে অরিজিৎ দাস ঠাকুরকে। বিজেপির পদ্ম প্রতীকে লড়ছেন পবন বৈদ্য। কংগ্রেসের প্রার্থী রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী।

হালতু-পূর্বাচল || ওয়ার্ড নম্বর- ১০৬ (বোরো- ১২) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল অরিজিৎ দাস ঠাকুর ৪৬.৩৯
বিজেপি পবন বৈদ্য  ১৯.০৩
বাম ৩১.০৪
কংগ্রেস বিশ্বনাথ চক্রবর্তী ২.৩৯
অন্যান্য ১.২৫
হালতু-পূর্বাচল || ওয়ার্ড নম্বর- ১০৬ (বোরো- ১২) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল মধুমিতা চক্রবর্তী ১০২১৭ ৪৬.৩৯
বিজেপি তমালি রায় ৪১৯৩ ১৯.০৩
বাম ঝর্ণা মণ্ডল ৬৮৩৮ ৩১.০৪
কংগ্রেস টিয়া মাইতি ৫২৬ ২.৩৯
অন্যান্য ২৫২ ১.২৫