AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ward 115 Haridevpur Karunamoyee KMC Election Result 2021 LIVE: ১১৫ নম্বর ওয়ার্ডে তিন বার কাউন্সিলরেই এবারও ভরসা তৃণমূলের

KMC Election Result 2021, Ward 115 Haridevpur-Karunamoyee LIVE Counting: ২০০৫ সাল, ২০১০ সাল এবং ২০১৫ সাল - তিন বারের পৌরভোটেই এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী রত্না সুর।

Ward 115 Haridevpur Karunamoyee KMC Election Result 2021 LIVE: ১১৫ নম্বর ওয়ার্ডে তিন বার কাউন্সিলরেই এবারও ভরসা তৃণমূলের
ছোট লালবাড়ির লড়াই
| Edited By: | Updated on: Dec 21, 2021 | 12:10 AM
Share

কলকাতা : কলকাতা পৌরনিগমের ১৩ নম্বর বোরোর অন্তর্গত ১১৫ নম্বর ওয়ার্ড। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের (Behala Purba Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে পশ্চিম পুটিয়ারি(Paschim Putiary), হরিদেবপুর (Haridevpur), করুণাময়ী (Karunamoyee)। ১৩ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে আদি গঙ্গা। পূর্বে রয়েছে কেওড়াপুকুর খাল। দক্ষিণে রয়েছে সোদপুর সেকেন্ড লেন এবং পশ্চিমে রয়েছে মতিলাল গুপ্ত রোড এবং মহাত্মা গান্ধী রোড।

২০০৫ সাল থেকেই ওয়ার্ডটি তৃণমূলের শক্ত ঘাঁটি। ২০০৫ সাল, ২০১০ সাল এবং ২০১৫ সাল – তিন বারের পৌরভোটেই এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী রত্না সুর। গতবারের পৌরনিগম নির্বাচনে তিনি পেয়েছিলেন ১০ হাজার ৭৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী শুভঙ্কর বাগচি (বিল্টু) পেয়েছিলেন ৫২৪৭ ভোট। বিজেপি প্রার্থী অনুপ কুমার দাস পেয়েছিলেন ২১৬৯ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ৩১৯ ভোট।

আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে ফের একবার প্রার্থী করেছে রত্না সুরকে। বিজেপির পদ্ম প্রতীকে লড়ছেন তাপস ধারা। বামেরা এবারে নির্বাচনে ফের একবার ভরসা রাখছে শুভঙ্কর বাগচির উপর।

হরিদেবপুর-করুণাময়ী || ওয়ার্ড নম্বর- ১১৫ (বোরো- ১৩) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল রত্না সুর ৫৭.২৭
বিজেপি তাপস ধারা  ১১.৫১
বাম শুভঙ্কর বাগচি  ২৭.৮৪
কংগ্রেস  ১.৬৯
অন্যান্য ১.৬৯
হরিদেবপুর-করুণাময়ী || ওয়ার্ড নম্বর- ১১৫ (বোরো- ১৩)|| ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল রত্না সুর ১০৭৯৩ ৫৭.২৭
বিজেপি অনুপ কুমার দাস ২১৬৯ ১১.৫১
বাম শুভঙ্কর বাগচি ৫২৪৭ ২৭.৮৪
কংগ্রেস শঙ্করলাল সাহা ৩১৯ ১.৬৯
অন্যান্য ৩১৫ ১.৬৯