কলকাতা : কলকাতা পৌরনিগমের ১২ নম্বর বোরোর অন্তর্গত ১০৮ নম্বর ওয়ার্ড। কসবা বিধানসভা কেন্দ্রের (Kasba Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতার ভিআইপি নগর, জাগরনী কলোনি, উত্তর পঞ্চান্ন গ্রাম, বানতলা, আদর্শ নগর। এছাড়ার রুবির ইস্ট কলকাতা টাউনশিপও এই ওয়ার্ডের মধ্যে। ১২ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে নোনাডাঙা, ধাপা। পূর্বেও রয়েছে নোনাডাঙা ও ধাপা । দক্ষিণে রয়েছে কালিকাপুর এবং পশ্চিমে রয়েছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস।
২০১০ সাল থেকেই এই ওয়ার্ড কার্যত তৃণমূলের দখলে। সেই সময় এখানে তৃণমূলের কাউন্সিলর হয়েছিলেন পার্থ রায়চৌধুরী। তারপর ২০১৫ সালে এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী শ্যামল বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছিলেন ১১ হাজার ১৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী সুব্রত দাসগুপ্ত পেয়েছিলেন ৮৩৭৪ ভোট। বিজেপি প্রার্থী মন্টু পাত্র পেয়েছিলেন ৪৯৬৪ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ৩৭৬ ভোট।
আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে প্রার্থী করেছে সুশান্ত কুমার ঘোষকে। বিজেপির পদ্ম প্রতীকে লড়ছেন মেঘনাদ হালদার। বামেদের প্রার্থী হচ্ছেন তপন মালিক। কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সঞ্জয় মজুমদার।
কসবা-রুবি || ওয়ার্ড নম্বর- ১০৮ (বোরো- ১২) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
সুশান্ত কুমার ঘোষ |
– |
– |
৪৩.৫৫ |
বিজেপি |
মেঘনাদ হালদার |
– |
– |
১৯.৩৩ |
বাম |
তপন মালিক |
– |
– |
৩৩.৬১ |
কংগ্রেস |
সঞ্জয় মজুমদার |
– |
– |
১.৪৬ |
অন্যান্য |
– |
– |
– |
২.০৫ |
কসবা-রুবি || ওয়ার্ড নম্বর- ১০৮ (বোরো- ১২) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
শ্যামল বন্দ্যোপাধ্যায় |
১১১৮১ |
৪৩.৫৫ |
বিজেপি |
মন্টু পাত্র |
৪৯৬৪ |
১৯.৩৩ |
বাম |
সুব্রত দাশগুপ্ত |
৮৩৭৪ |
৩৩.৬১ |
কংগ্রেস |
ভোলানাত মণ্ডল |
৩৭৬ |
১.৪৬ |
অন্যান্য |
– |
৬১৮ |
২.০৫ |