AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ward 66 Kasba KMC Election Result 2021 LIVE: এবারও ফয়েজ আহমেদ খানই তৃণমূলের প্রার্থী ৬৬ নম্বর ওয়ার্ডে

KMC Election Result 2021, Ward 65 Ballygunge LIVE Counting: ৬৬ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৭ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ।

Ward 66 Kasba KMC Election Result 2021 LIVE: এবারও ফয়েজ আহমেদ খানই তৃণমূলের প্রার্থী ৬৬ নম্বর ওয়ার্ডে
কলকাতা পুরসভা।
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 7:15 PM
Share

কলকাতা: ৬৬ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভার ৭ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি কসবা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। তিলজলা লেন, তপসিয়া রোড, জি জে খান রোড এই ওয়ার্ডের মধ্যে পড়ে।

২০০৫ সাল থেকে ওয়ার্ডটি তৃণমূলের দখলে রয়েছে। মহম্মদ জাভেদ আহমেদ খান ২০০৫ সালে এই ওয়ার্ড থেকে পুরভোটে জিতে কাউন্সিলর হন। এই জাভেদ খান এখন রাজ্যের মন্ত্রী। এরপর ২০১০ সালের পুরভোটে ওয়ার্ডটিতে তৃণমূলকে জয় এনে দেন জাভেদ রাফাত। ২০১৫ সালের পুরভোটে জয়ী হন ঘাসফুল প্রার্থী মহম্মদ ফৈয়জ আহমেদ খান। এবারও তিনিই দলের মুখ।

৬৬ নম্বর ওয়ার্ডের উত্তর দিকে রয়েছে তিলজলা মসজিদ বাড়ি লেন, তপসিয়া রোড দক্ষিণ, তপসিয়া রোড উত্তর, মঠেশ্বরতলা। দক্ষিণে পিকনিক গার্ডেন রোড। পশ্চিম দিকে তিলজলা রোড, কুষ্টিয়া রোড, গোবিন্দচন্দ্র খটিক রোড, তপসিয়া রোড ও তপসিয়া রোড দক্ষিণ। কলকাতা পুলিশের তপসিয়া থানা ও তিলজলা থানা এই ওয়ার্ডেই। কড়েঞা মহিলা থানার (সাউথ ইস্ট ডিভিশন) আওতাধীন সমস্ত পুলিশ জেলা যেমন তপসিয়া, বেনিয়াপুকুর, বালিগঞ্জ, গড়িয়াহাট, লেক, কড়েঞা, তিলজলা, রবীন্দ্র সরোবর।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী এই ওয়ার্ডের লোকসংখ্যা ৯৮,০২৪ জন। এর মধ্যে ৫১,১৩৮ পুরুষ। ৪৬,৮৮৬ মহিলা।

এই ওয়ার্ডে ২০২১ সালের পুরসভা ভোটে তৃণমূলের প্রার্থী ফৈয়াজ আহমেদ খান। বিজেপি প্রার্থী অভিষেক সেন। বামফ্রন্ট প্রার্থী সাকিব আখতার। কংগ্রেস প্রার্থী সৈয়দ মহম্মদ এহসান।

কসবা|| ওয়ার্ড নম্বর- ৬৬ (বোরো- ৭) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল আহমেদ ফইজ খান ৬৬১৩৮ ৮৭.৯৩ ৬৯.৭২
বিজেপি অভিষেক সেন (বাবলা দা) ৩৪৬৭ ৪.৬১ ৮.৯৯
বাম শাকিব আখতার ৪০৯৩ ৫.৪৪ ১৫.৮৭
কংগ্রেস সইদ মহম্মদ আসান ১০৯৬ ১.৪৬ ৮.০৫
অন্যান্য
কসবা|| ওয়ার্ড নম্বর- ৬৬ (বোরো- ৭) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল আহমেদ ফৈয়াজ খান ৩৯,১৬৪ ৬৯.৭২
বিজেপি দেবাশিস নাথ ৫,০৪৯ ৮.৯৯
বাম প্রসেনজিৎ ঘোষ ৮,৯১৪ ১৫.৮৭
কংগ্রেস সালাউদ্দিন আহমেদ ২,২৭৮ ৮.০৫
অন্যান্য