Ward 116 Tollygunge KMC Election Result 2021 LIVE: ১১৬ নম্বর ওয়ার্ডে বাম আমল থেকে জিতে আসা কাউন্সিলরকে টক্কর দিতে তৈরি পদ্ম প্রার্থী

KMC Election Result 2021, Ward 116 Tollygunge LIVE Counting: আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে ফের একবার প্রার্থী করেছে কৃষ্ণা সিংকে।

Ward 116 Tollygunge KMC Election Result 2021 LIVE: ১১৬ নম্বর ওয়ার্ডে বাম আমল থেকে জিতে আসা কাউন্সিলরকে টক্কর দিতে তৈরি পদ্ম প্রার্থী
ছোট লালবাড়ির লড়াই
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 12:24 AM

কলকাতা : কলকাতা পৌরনিগমের ১৩ নম্বর বোরোর অন্তর্গত ১১৬ নম্বর ওয়ার্ড। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের (Behala Purba Assembly Constituency) অন্তর্গত এই ওয়ার্ডটির মধ্যে রয়েছে টালিগঞ্জ সার্কুলার রোডে (Tollygunge Circular Road) একটি অংশ। ১৩ নম্বর বোরোর অন্তর্গত এই ওয়ার্ডটির উত্তরে রয়েছে রায় বাহাদুর এ সি রায় রোড এবং প্রাণ কৃষ্ণ চন্দ্র লেন। পূর্বে রয়েছে আদি গঙ্গা। দক্ষিণে রয়েছে পশুপতি ভট্টাচার্য রোড এবং পশ্চিমে রয়েছে বামাচরণ রায় রোড।

এই সব এলাকা কার্যত তৃণমূলের শক্ত দূর্গে পরিণত হয়েছে। ২০০৫ সাল, ২০১০ সাল এবং ২০১৫ সাল – তিন বারের পৌরভোটেই এই ওয়ার্ডটি থেকে জয়ী হয়ে কাউন্সিলর হন তৃণমূল প্রার্থী কৃষ্ণা সিং। গতবারের পৌরনিগম নির্বাচনে তিনি পেয়েছিলেন ৮৫১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী সিপিআইয়ের স্বপ্না বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ৫৩৪০ ভোট। বিজেপি প্রার্থী শর্মিলা সরকার পেয়েছিলেন ২৮৭২ ভোট। আর কংগ্রেস পেয়েছিল ২৮২ ভোট।

আসন্ন কলকাতা পৌরভোটে তৃণমূল এখান থেকে ফের একবার প্রার্থী করেছে কৃষ্ণা সিংকে। বিজেপির পদ্ম প্রতীকে লড়ছেন স্বপ্না বন্দ্যোপাধ্যায়। বামেরা এবারে নির্বাচনে এই ওয়ার্ডে বাজি রাখছে চিত্রা পতিতের উপর। অন্যদিকে কংগ্রেসের প্রার্থী শর্মিষ্ঠা সাঁপুই।

টালিগঞ্জ সার্কুলার রোড || ওয়ার্ড নম্বর- ১১৬ (বোরো- ১৩) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল কৃষ্ণা সিং ১১৫৬১  ৬৮.১৭ ৪৯.৩১
বিজেপি স্বপ্না বন্দ্যোপাধ্যায়  ৩৫২৬  ২০.৭৯ ১৬.৬৩
বাম চিত্রা পতিত ১৪৩৫  ৮.৪৬ ৩০.৯২
কংগ্রেস শর্মিষ্ঠা সাঁপুই ১৮৮ ১.১১ ১.৬৩
অন্যান্য ১.৫১
টালিগঞ্জ সার্কুলার রোড || ওয়ার্ড নম্বর- ১১৬ (বোরো- ১৩) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল কৃষ্ণা সিং ৮৫১৫ ৪৯.৩১
বিজেপি শর্মিলা সরকার ২৮৭২ ১৬.৬৩
বাম স্বপ্না বন্দ্যোপাধ্যায় ৫৩৪০ ৩০.৯২
কংগ্রেস দেবী দাস ২৮২ ১.৬৩
অন্যান্য ২৫৬ ১.৫১