AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ward No 125 Behala Paschim KMC Election Result 2021 LIVE: তৃণমূলের একচ্ছত্র আধিপত্য ১২৫ নম্বর ওয়ার্ডে কি এবার ছাপ ফেলতে পারবে অন্য কেউ?

KMC Election Result 2021 Ward 138 Behala LIVE Counting: : এবার ১২৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন রত্না সরকার। অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডালিয়া চক্রবর্তী।

Ward No 125 Behala Paschim KMC Election Result 2021 LIVE: তৃণমূলের একচ্ছত্র আধিপত্য ১২৫ নম্বর ওয়ার্ডে কি এবার ছাপ ফেলতে পারবে অন্য কেউ?
অলংকরণ: অভীক দেবনাথ
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 1:41 AM
Share

কলকাতা: কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডটি ১৬ নম্বর বরোর অংশ। পশ্চিম বড়িশা ও দক্ষিণ বেহালা রোড এবং ঠাকুরপুকুরের কিছু অংশ এই কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। তাছাড়া ১২৫ নম্বর ওয়ার্ডের সীমানা বলতে উত্তরে রয়েছে শ্মশান কালীতলা রোড, নারায়ণ রায় রোড এবং কে কে রায় রোড। পূর্বে আছে ডায়মন্ড হারবার রোড। দক্ষিণে পশ্চিম বড়িশা এবং পশ্চিমে দক্ষিণ বেহালা রোড এবং আনন্দ নগর কলোনী থেকে পশ্চিম বড়িশা মৌজার ২১৭৯ দাগের কিছু অংশ। আর সংশ্লিষ্ট ওয়ার্ডের থানা হল ঠাকুরপুকুর। তাছাড়া সরশুনা, তারাতলা, বেহালা, পর্ণশ্রী, ঠাকুরপুকুর এবং হরিদেবপুর এলাকা দেখে বেহালা মহিলা পুলিশ থানা।

১২৫ নম্বর ওয়ার্ডে গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে। সেই ২০০৫ সাল থেকে টানা এখানে জয় পাচ্ছে ঘাসফুল শিবির। ২০০৫ সালে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শিপ্রা ঘটক। তার পর ২০১০ এবং ২০১৫ সালে দুবারই তৃণমূলের টিকিটে জয় পান ঘনশ্রী বাগ।

২০২১ পুরভোটের প্রার্থী: এবার ১২৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন রত্না সরকার। অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডালিয়া চক্রবর্তী। আর সিপিএম এখানে প্রার্থী করেছে প্রিয়া রায়কে।

বেহালা ডায়মন্ড হারবার রোড|| ওয়ার্ড নম্বর- ১২৫(বোরো- ১৬) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল ছন্দা সরকার ২০৯৯৩   ৭২.৩২ ৫৭.৪২
বিজেপি ডালিয়া চক্রবর্তী ২৯০৫ ১০.০১ ১৩.০৭
বাম প্রিয়া রায় ৪৪৭৪  ১৫.৪১ ২৬.৬২
কংগ্রেস কাজল বিশ্বাস ৪৮৮ ১.৬৮ ১.৭৫
অন্যান্য ১৬৭ ০.৫৮ ০.৭৪
কাশীপুর-বেলগাছিয়া || ওয়ার্ড নম্বর- ১ (বোরো- ১) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল ঘনশ্রী বাগ ১৬৫৬৬ ৫৭.৪২
বিজেপি জয়শঙ্কর চৌধুরি ৩৭৭৩ ১৩.০৭
বাম অসীম শীল ৭৬৮১ ২৬.৬২
কংগ্রেস অভিজিৎ দে ৫০৬ ১.৭৫
অন্যান্য ৩২০ ০.৭৪