Ward 28 Beleghata KMC Election Result 2021 Live: : ২০১০ থেকে টানা তৃণমূলের দখল, এবার কি পরিবর্তনের ইঙ্গিত? নজরে ২৮ নম্বর ওয়ার্ড
KMC Election Result 2021 Ward 28 Beleghata Live Counting: ২০১০ সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে এই এলাকা। এই এলাকায় মোট জনসংখ্যার একটি বড় অংশ মুসলিম।
KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: ২৮ নম্বর ওয়ার্ডটি কলকাতা পুরসভার ৪ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। এটি বেলেঘাটা বিধানসভার অন্তর্ভুক্ত।
২৮ নম্বর ওয়ার্ডটির উত্তর দিকে বিবেকানন্দ রোড। পূর্ব দিকে সার্কুলার খাল, দক্ষিণ দিকে ড. এম. এন. চট্টোপাধ্যায় রোড এবং পশ্চিম দিকে আচার্য প্রফুল্লচন্দ্র রোড। ওয়ার্ডটি কলকাতা পুলিশের নারকেলডাঙ্গা থানার নিয়ন্ত্রিত। এদিকে, উল্টোডাঙ্গা মহিলা থানা কলকাতা পুলিশের পূর্ব শহরতলির বিভাগের আওতাধীন সমস্ত পুলিশ জেলাকে কভার করে। যেমন বেলিয়াঘাটা, এন্টালি, মানিকতলা, নারকেলডাঙ্গা, উল্টোডাঙ্গা, ট্যাংরা এবং ফুলবাগান। এটিও এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের বাসিন্দার সংখ্যা ৩৮,১১০।
২০০৫ সালে এই ওয়ার্ডটি ছিল বামেদের দখলে। তত্কালীন সময়ে কাউন্সিলর ছিলেন সংযুক্তা রায়। ২০১০ সালে তৃণমূল কংগ্রেসের হাতে আসে ওয়ার্ডটি। তখন কাউন্সিলর হয়েছিলেন ফরজানা আলম। পরবর্তীতে ২০১৫ সালে এই ওয়ার্ডের কাউন্সিলর হন তৃণমূলের ইকবাল আহমেদ।
২০১৫ সালে কলকাতার এই ওয়ার্ডের পুরভোটের ফলাফল
তৃণমূল কংগ্রেস ১১৪ টি আসন জয় করে। দ্বিতীয় স্থানে বামফ্রন্ট। বামেদের দখলে যায় ১৫ টি আসন। আর তৃতীয় স্থানে বিজেপি। ৭ টি আসন দখল করে গেরুয়া শিবির।
২০২১ পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী, বিজেপি প্রার্থী অমিয় হাজরা, বামেদের তরফে ইজাজ আহমেদ।
বেলেঘাটা|| ওয়ার্ড নম্বর- ২৮ (বোরো- ৪) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | অয়ন চক্রবর্তী | ১৩,১৫৭ | ৬৭.২৩ | ৪৬.৫০ |
বিজেপি | অমিয় হাজরা | ১০৬৫ | ৫.৪৪ | ৫.৩৯ |
বাম | এজাজ আহমেদ | ১৮৪৭ | ৯.৪৪ | ২৭.৫০ |
কংগ্রেস | শাহিনা জাভেদ | ৩৩২৩ | ১৬.৯৮ | ১৮.৩৪ |
অন্যান্য | – | – | – | ২.২৭ |
বেলেঘাটা || ওয়ার্ড নম্বর- ২৮ (বোরো- ৪) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | ইকবাল আহমেদ | ৯,৪৪২ | ৪৬.৫০ |
বিজেপি | শাহ আলম | ১,০৯৫ | ৫.৩৯ |
বাম | সৌমিত্র চক্রবর্তী | ৫,৫৮৪ | ২৭.৫০ |
কংগ্রেস | সাহিনা জাবেদ | ৩,৭২৪ | ১৮.৩৪ |
অন্যান্য | – | ৫৬০ | ২.২৭ |