Ward 35 Beleghata KMC Election Result 2021 Live: ৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের আশুতোষ

KMC Election Result 2021 Ward 35 Beleghata Live Counting: ২০১৫ সালে পট পরিবর্তন হয়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। কাউন্সিলর হন আশুতোষ দাস।

Ward 35 Beleghata KMC Election Result 2021 Live: ৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের আশুতোষ
কলকাতা পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2021 | 11:20 PM

কলকাতা: ৩৫ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থার ৩ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। বেলেঘাটা অঞ্চলের কিছুটা অংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

৩৫ নং ওয়ার্ডের উত্তর দিকে পূর্ব রেল লাইন, ধ্যান দেবী খান্না রোড ও হেমচন্দ্র নস্কর রোড, পূর্ব দিকে হেমচন্দ্র নস্কর রোড, রাজা রাজেন্দ্রলাল মিত্র রোড ও কাঁকুড়গাছি কর্ড লাইন, দক্ষিণ দিকে বেলেঘাটা খাল, ড. পঞ্চানন মিত্র লেন ও অবিনাশ শাসমল লেন এবং পশ্চিম দিকে পূর্ব রেল লাইন।

এই ওয়ার্ডটি বেলেঘাটা ও নারকেলডাঙা থানার নিয়ন্ত্রণাধীন। এদিকে, উল্টোডাঙ্গা মহিলা থানা কলকাতা পুলিশের পূর্ব শহরতলির বিভাগের আওতাধীন সমস্ত পুলিশ জেলাকে কভার করে। যেমন বেলিয়াঘাটা, এন্টালি, মানিকতলা, নারকেলডাঙ্গা, উল্টোডাঙ্গা এবং ফুলবাগান।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের লোকসংখ্যা ৩৫,০২৪।

২০০৫ সালে এই ওয়ার্ডটি ছিল বামেদের দখলে। তত্কালীন সময়ে কাউন্সিলর ছিলেন সমীর চক্রবর্তী। ২০১০ সালেও বামেরাই এই ওয়ার্ড দখলে রাখেন। অপরিবর্তিত থাকেন কাউন্সিলরও। ২০১৫ সালে পট পরিবর্তন হয়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। কাউন্সিলর হন আশুতোষ দাস।

২০১৫ সালের কলকাতা পুরসভার নির্বাচনের ফলাফল

২০১৫ সালে এই ওয়ার্ড দখলে নেয় তৃণমূল। কাউন্সিলর হন আশুতোষ দাস। ২০১০ সালের তুলনায় ১৯টি আসন বেশি পায় তৃণমূল। দ্বিতীয় স্থানে বামেরা। আসন সংখ্যা কমে ১৮ টা ও ,তৃতীয় স্থানে বিজেপি। তাদের ৪ টি আসন বাড়ে।

২০২১ পুর নির্বাচনে  তৃণমূল প্রার্থী আশুতোষ দাস, বিজেপির প্রার্থী গিরিশ শুক্লা ও বামেদের তরফে লড়ছেন সমীর চক্রবর্তী।

বেলেঘাটা || ওয়ার্ড নম্বর- ৩৫ (বোরো- ৩) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল আশুতোষ দাস ২০৮৯৭  ৯৩.০৩ ৮২.৭০
বিজেপি গিরীশ কুমার শুক্লা  ৪৮৭ ২.১৭ ৩.২৯
বাম সমীর চক্রবর্তী ৯৫৩ ৪.২৪ ১২.৪৬
কংগ্রেস মহম্মদ ওয়াইস ৭০ ০.৩১ ০.৮৩
অন্যান্য চঞ্চল মজুমদার

সৌমিত্র চক্রবর্তী

১৫

৪১

০.০৭

০.১৮

০.৭২
বেলেঘাটা || ওয়ার্ড নম্বর- ৩৫ (বোরো- ৩) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল আশুতোষ দাস ১৮,০৯৫ ৮২.৭০
বিজেপি গৌতম মালাকার  ৭২০ ৩.২৯
বাম সমীর চক্রবর্তী ২,৭২৬ ১২.৪৬
কংগ্রেস বরুণ দে সরকার ১৮২ ০.৮৩
অন্যান্য ১৫৮ ০.৭২