Ward 36 Beleghata KMC Election Result 2021 Live: ৩৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সচিনের দূরন্ত ব্যাটিং

KMC Election Result 2021 Ward 36 Beleghata Live Counting: ২০১৫ সালে পট পরিবর্তন হয়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। কাউন্সিলর হন রাজেশ খান্না।

Ward 36 Beleghata KMC Election Result 2021 Live: ৩৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সচিনের দূরন্ত ব্যাটিং
কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ড
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2021 | 11:21 PM

কলকাতা: ৩৬ নং ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার ৫ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। বেলেঘাটা ও শিয়ালদহ অঞ্চলের কিছুটা অংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

৩৬ নং ওয়ার্ডের উত্তর দিকে ড. এম. এন. চট্টোপাধ্যায় সরণি, পূর্ব দিকে বেলেঘাটা খাল, দক্ষিণ দিকে বেলেঘাটা রোড এবং পশ্চিম দিকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড ও আচার্য প্রফুল্লচন্দ্র রোড রয়েছে।

এই ওয়ার্ডটি বেলেঘাটা ও নারকেলডাঙা থানার নিয়ন্ত্রণাধীন। এদিকে, উল্টোডাঙ্গা মহিলা থানা কলকাতা পুলিশের পূর্ব শহরতলির বিভাগের আওতাধীন সমস্ত পুলিশ জেলাকে কভার করে। যেমন বেলিয়াঘাটা, এন্টালি, মানিকতলা, নারকেলডাঙ্গা, উল্টোডাঙ্গা এবং ফুলবাগান।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের লোকসংখ্যা ৩৫,০২৪।

২০০৫ সালে এই ওয়ার্ডটি ছিল বামেদের দখলে। তত্কালীন সময়ে কাউন্সিলর ছিলেন মৌসুমী ঘোষ। ২০১০ সালেও বামেরাই এই ওয়ার্ড দখলে রাখেন। অপরিবর্তিত থাকেন কাউন্সিলরও। ২০১৫ সালে পট পরিবর্তন হয়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। কাউন্সিলর হন রাজেশ খান্না।

২০১৫ সালের কলকাতা পুরসভার নির্বাচনের ফলাফল

২০১৫ সালে এই ওয়ার্ড দখলে নেয় তৃণমূল। কাউন্সিলর হন রাজেশ খান্না। ২০১০ সালের তুলনায় ১৯টি আসন বেশি পায় তৃণমূল। দ্বিতীয় স্থানে বামেরা। আসন সংখ্যা কমে ১৮ টা ও ,তৃতীয় স্থানে বিজেপি। তাদের ৪ টি আসন বাড়ে।

২০২১ পুর নির্বাচনে বিজেপি প্রার্থী রবিকান্ত সিং, বামেদের প্রার্থী মৌসুমী ঘোষ।

বেলেঘাটা || ওয়ার্ড নম্বর- ৩৬ (বোরো- ৫) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল সচিন কুমার সিং ১২,৫৩৬ ৮১.৪৮ ৪৫.৯৯
বিজেপি রবিকান্ত সিং ৩২৭ ২.১৩ ৪.৪৮
বাম মৌসুমী ঘোষ ৭৮৭ ৫.১২ ৩২.৪৭
কংগ্রেস নন্দন ঘোষ ১৫৬১ ১০.১৫ ১৫.১৩
অন্যান্য ইশরাত বেগম

কল্পেশ রানা

৪৮

৩৯

০.৩১

০.২৫

১.৯৩
বেলেঘাটা || ওয়ার্ড নম্বর- ৩৬ (বোরো- ৫) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল রাজেশ খান্না ৫,৫৮৯ ৪৫.৯৯
বিজেপি আনন্দ কিশোর সিং ৫৪৫ ৪.৪৮
বাম মৌসুমী ঘোষ ৩,৯৪৬ ৩২.৪৭
কংগ্রেস নন্দন ঘোষ (দেবু) ১,৮৩৯ ১৫.১৩
অন্যান্য  ২৩৩ ১.৯৩