AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ward 82 Chetla KMC Election Result 2021 LIVE: খোদ ফিরহাদের ওয়ার্ড, তাই সব পক্ষের নজর থাকবে ৮২-তেই

KMC Election Result 2021, Ward 82 Kolkata Chetla LIVE Counting: আগে কাউন্সিলর ছিলেন। শোভন চট্টোপাধ্যায় মেয়র পদে ইস্তফা দেওয়ার পর আবারও এই এলাকায় ফেরেন ফিরহাদ।

Ward 82 Chetla KMC Election Result 2021 LIVE: খোদ ফিরহাদের ওয়ার্ড, তাই সব পক্ষের নজর থাকবে ৮২-তেই
পরপর দুবার এই ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছিলেন ফিরহাদ
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 9:39 PM
Share

কলকাতা:  ভবানী বিধানসভা কেন্দ্রের অধীন এই ৮২ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে চেতলা সেন্ট্রাল রোড, গোপালনগর রোড এবং জজ কোর্ট, পূর্ব দিকে রয়েছে আদি গঙ্গা, দক্ষিণে বোট খাল এবং পূর্ব রেলওয়ের বজ বজ লাইন এবং পশ্চিমে আলিপুর রোড রয়েছে। ওয়ার্ডটি মূলত চেতলা এলাকায়। কলকাতা পুলিশের চেতলা থানা এলাকার মধ্যে অবস্থিত এই ৮২ নম্বর ওয়ার্ড। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ৩৮ হাজার ৮৩৮।

কলকাতা পুর নিগমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড এটি, কারণ এই ওয়ার্ডে শাসক দলের প্রার্থী হিসেবে লড়ছেন খোদ ফিরহাদ হাকিম। এলাকারই বাসিন্দা ফিরহাদ। ৮২ নম্বর তাঁর পুরনো ওয়ার্ড। পরপর দুবার এই ৮২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছিলেন তিনি। এবারও সেই কেন্দ্র থেকেই লড়ছেন তিনি। গত পুরভোটে অবশ্য প্রণয় বিশ্বাস এই ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। কিন্তু, শোভন চট্টোপাধ্যায় মেয়র পদে ইস্তফা দেওয়ার পর আবারও এই এলাকায় ফেরেন ফিরহাদ।

আইন অনুযায়ী কাউকে মেয়র হতে গেলে অবশ্যই কাউন্সিলর হতে হয়। তবে কাউন্সিলর না হয়েও কেউ মেয়র হতেই পারেন, তবে ছ’মাসের মধ্যে তাঁকে কাউন্সিলর হয়ে জিতে আসতে হবে। ফিরহাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। শোভনের পদত্যাগের পর মেয়র পদে শপথগ্রহণ করেন ফিরহাদ। পরে এই ৮২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে জিতেছিলেন তিনি। ফিরহাদকে চ্যালেঞ্জ করতে প্রতাপ সোনকরকে টিকিট দিয়েছে বিজেপি আর বামেদের প্রার্থী পারমিতা দাশগুপ্ত।

চেতলা || ওয়ার্ড নম্বর- ৮২ (বোরো- ৯) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল ফিরহাদ হাকিম ১৭৬০৯ ৭৯.২০ ৫৪.৮১%
বিজেপি প্রতাপ সোনকর ২৬৯৩ ১২.১১ ২১.২৬%
বাম পারমিতা দাশগুপ্ত ১৭২৫ ৭.৭৬ ১৮.৫৬%
কংগ্রেস ৩.০২%
অন্যান্য  সুজিত মুখার্জি ২০৭ ০.৯৩  ২.৩৫%
চেতলা || ওয়ার্ড নম্বর- ৮২ (বোরো- ৯) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল প্রণব বিশ্বাস ১২,৬৩৪ ৫৪.৮১%
বিজেপি সত্যজিৎ রায় ৪,৯০০ ২১.২৬%
বাম পারমিতা দাশগুপ্ত ৪,২৭৮ ১৮.৫৬%
কংগ্রেস অসীম সাহা ৬৯৬ ৩.০২%
অন্যান্য ৫৪১ ২.৩৫%