Ward 44 Chowranghee KMC Election Result 2021 Live: ২০১০-এর পর থেকেই এই ওয়ার্ডে একচেটিয়া ঘাসফুলের আধিপত্য, নজরে ৪৪ নম্বর ওয়ার্ড
KMC Election Result 2021 Ward 44 chowranghee Live Counting: ২০০৫ সালে এই ওয়ার্ডটি বামেদের দখলে ছিল। কাউন্সিলর ছিলেন রেহানা খাতুন। ২০১০ সালে বামেদের থেকে ওয়ার্ডটি ছিনিয়ে নেয় তৃণমূল।
KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: ৪৪ নম্বর ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার ৫ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। বড়বাজার ও কলেজ স্ট্রিটের কিছুটা অংশ নিয়ে এই ওয়ার্ড গঠিত। এই ওয়ার্ডটি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
৪৪ নং ওয়ার্ডের উত্তর দিকে সিআইটি রোড, মৌলানা সৌকত আলি স্ট্রিট, তারাচাঁদ দত্ত স্ট্রিট ও মহাত্মা গান্ধী রোড, পূর্ব দিকে কলেজ স্ট্রিট ও চিত্তরঞ্জন অ্যাভিনিউ, দক্ষিণ দিকে বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিট, ড. ললিত বন্দ্যোপাধ্যায় সরণি ও জাকারিয়া স্ট্রিট এবং পশ্চিমে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, নবাব বদরুদ্দিন স্ট্রিট, কানাই শীল স্ট্রিট, পিয়ার্স লেন, শ্রীনাথ বাবু লেন ও রবীন্দ্র সরণি।
বউবাজার ও জোড়াসাঁকো থানার দ্বারা নিয়ন্ত্রিত। তালতলা মহিলা থানা কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের আওতাধীন সমস্ত পুলিশ জেলা, যেমন বউবাজার, বড়বাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, মুচিপাড়া, নিউমার্কেট, তালতলা এবং পোস্তাকে নিয়ন্ত্রণ করে।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের লোকসংখ্যা ২৯, ৬০০।
২০০৫ সালে এই ওয়ার্ডটি বামেদের দখলে ছিল। কাউন্সিলর ছিলেন রেহানা খাতুন। ২০১০ সালে বামেদের থেকে ওয়ার্ডটি ছিনিয়ে নেয় তৃণমূল। তৃণমূলের টিকিটেই এবারও কাউন্সিলর হন রেহানা খাতুন। ২০১৫ সালেও নিজেদের আধিপত্য বজায় রাখে তৃণমূল। তিন বারের কাউন্সিলর হন রেহানা।
২০২১ সালের পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন রেহানা খাতুন। বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন মুকেশ সিং। বামেদের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহিদ কাসিমুদ্দিন।
চৌরঙ্গী|| ওয়ার্ড নম্বর- ৪৪ (বোরো- ৫) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | রেহেনা খাতুন | ৭,৩৫১ | ৬৩.৭৫ | ৪৩.৩২ |
বিজেপি | মুকেশ কুমার সিং | ৫৭২ | ৪.৯৬ | ১২.৬৫ |
বাম | এম এম শাহিদ কাসিমুদ্দিন | ৪৫৫ | ৩.৯৫ | ১৩.৭০ |
কংগ্রেস | মহম্মদ জাহিদ আনোয়ার | ৩০২৯ | ২৬.২৭ | ২২.৪১ |
অন্যান্য | – | – | – | ৭.৯২ |
চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৪৪ (বোরো- ৫) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | রেহেনা খাতুন | ৫,২৩৭ | ৪৩.৩২ |
বিজেপি | কপিল জওয়ওয়াল | ১,৫২৯ | ১২.৬৫ |
বাম | আকবর হোসেইন | ১,৬৫৬ | ১৩.৭০ |
কংগ্রেস | মহঃ ইমরান খান | ২,৭০৯ | ২২.৪১ |
অন্যান্য | – | ৯৫৭ | ৭.৯২ |