Ward 46 Chowranghee KMC Election Result 2021 Live: ২০১০-এর পর থেকেই এই ওয়ার্ডে একচেটিয়া ঘাসফুলের আধিপত্য, নজরে ৪৬ নম্বর ওয়ার্ড

KMC Election Result 2021 Ward 46 Chowranghee Live Counting: ২০০৫ সাল থেকে এই ওয়ার্ডটি ছিল বামেদের দখলে। তত্কালীন কাউন্সিলর ছিলেন শীলা কাপুর। ২০১০ সালেও বামেদের টিকিটেই তিনি আবারও কাউন্সিলর হন।

Ward 46 Chowranghee KMC Election Result 2021 Live: ২০১০-এর পর থেকেই এই ওয়ার্ডে একচেটিয়া ঘাসফুলের আধিপত্য, নজরে ৪৬ নম্বর ওয়ার্ড
কলকাতা পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ড
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 5:08 PM

কলকাতা: ৪৬ নং ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার ৬ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। চৌরঙ্গি, এসপ্ল্যানেড ইস্ট ও ধর্মতলা অঞ্চলের কিছুটা অংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

৪৬ নং ওয়ার্ডের উত্তর দিকে লরেন্স রোড, লালবাজার স্ট্রিট, বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিট, লেনিন সরণি ও গণেশচন্দ্র অ্যাভিনিউ, পূর্ব দিকে স্ট্র্যান্ড রোড, জওহরলাল নেহেরু রোড, মির্জা গালিব স্ট্রিট, রানি রাসমণি রোড, চাঁদনি চক স্ট্রিট, খয়রু প্লেস ও বো স্ট্রিট. দক্ষিণ দিকে লালবাজার স্ট্রিট, লরেন্স রোড, নেলি সেনগুপ্ত সরণি ও আউটরাম রোড এবং পশ্চিম দিকে ইন্দিরা গান্ধী সরণি, মার্ক্স-এঞ্জেলস বীথি, হেমন্ত বসু সরণি ও বিনয়-বাদল-দীনেশ বাগ ইস্ট।

এই ওয়ার্ডটি বউবাজার, হেয়ার স্ট্রিট, তালতলা ও ময়দান থানার নিয়ন্ত্রিত। তালতলা মহিলা থানা কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের আওতাধীন সমস্ত পুলিশ জেলা, যেমন বউবাজার, বড়বাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, মুচিপাড়া, নিউমার্কেট, তালতলা এবং পোস্তাকে নিয়ন্ত্রণ করে।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের লোকসংখ্যা ১২,৮২৩।

২০০৫ সাল থেকে এই ওয়ার্ডটি ছিল বামেদের দখলে। তত্কালীন কাউন্সিলর ছিলেন শীলা কাপুর। ২০১০ সালেও বামেদের টিকিটেই তিনি আবারও কাউন্সিলর হন। ২০১৫ সালে হয় পট পরিবর্তন। তৃণমূল এই ওয়ার্ডের ক্ষমতা দখল করে। কাউন্সিলক হন গোপাল সাহা।

২০২১ সালের পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা সাহা, বিজেপির টিকিটে লড়ছেন পিঙ্কি সোনকার। বামেদের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনুসা আকবর।

চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৪৬ (বোরো- ৬) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল প্রিয়াঙ্কা সাহা ৬২২৫ ৭৪.৫৯ ৪৬.৯০
বিজেপি পিঙ্কি সোনকর ৯৪৯ ১১.৩৭ ১৯.৩৬
বাম অনসুয়া আকবর ৬৩১ ৭.৫৬ ২২.০০
কংগ্রেস ওয়াহিদা খাতুন ৪৬৫  ৫.৫৭ ১০.৮৫
অন্যান্য ০.৮৯
চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৪৬ (বোরো- ৬) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল গোপাল চন্দ্র সাহা ৪,২৭৪  ৪৬.৯০
বিজেপি অরূপ কুমার রাম ১,৭৬৪ ১৯.৩৬
বাম তৃপ্তি দাস ২,০০৫ ২২.০০
কংগ্রেস দীপক মল্লিক ৯৮৯ ১০.৮৫
অন্যান্য ৮০ ০.৮৯