AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ward 78 Ekbalpur KMC Election Result 2021 LIVE: পুরনো কাউন্সিলর এবার লড়ছেন অন্য ওয়ার্ড থেকে, ৭৮ নম্বরে এবার তিন মহিলার লড়াই

KMC Election Result 2021, Ward 78 Ekbalpur LIVE Counting: তৃণমূলের প্রার্থী হয়েছেন সোমা দাস। তিন মহিলা প্রার্থীর মধ্যে হবে লড়াই। বামেদের প্রার্থী হয়েছেন জ্যোতি দাস। বিজেপির হয়ে লড়বেন বীণা কানোজিয়া।

Ward 78 Ekbalpur KMC Election Result 2021 LIVE: পুরনো কাউন্সিলর এবার লড়ছেন অন্য ওয়ার্ড থেকে, ৭৮ নম্বরে এবার তিন মহিলার লড়াই
এই ওয়ার্ডে মূলত বাম ও তৃণমূলের লড়াই
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 9:10 PM
Share

কলকাতা: কলকাতা বন্দর বিধানসভা এলাকার একটি ওয়ার্ড এই ৭৮ নম্বর। মূলত একবারপুর ও মোমিনপুর এলাকা জুড়ে রয়েছে এই ওয়ার্ড। ৭৮ নম্বর ওয়ার্ডের উত্তরে রয়েছে কবি মহাম্মদ ইকবাল রোড, পূর্বদিকে ডায়মন্ড হারবার রোড, দক্ষিণে হুসেন শাহ রোড এবং ব্রুনফিল্ড রো আর পশ্চিম দিকে রয়েছে ভূকৈলাশ রোড। ওয়ার্ডটি কলকাতা পুলিশের একবালপুর থানার অন্তর্গত। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের মোট জনসংখ্যা ৫৪ হাজার ৯০।

কলকাতা বন্দর ফিরহাজ হাকিমের বিধানসভা এলাকা। একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল এই ৭৮ নম্বর ওয়ার্ড। অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকের টিকিটে এই ওয়ার্ড থেকে একসময় কাউন্সিলর হয়েছিলেন নেজামুদ্দিন শামস। পরে অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকের টিকিটেই এই ওয়ার্ডের কাউন্সিলর হন শামিমা রেহান খান। পরে দল বদল করে তৃণমূলের কাউন্সিলর হন নেজামুদ্দিন শামস। এবার সেই নেজামুদ্দিন শামসের ওয়ার্ড বদল হয়েছে। এই ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন সোমা দাস। তিন মহিলা প্রার্থীর মধ্যে হবে লড়াই। বামেদের প্রার্থী হয়েছেন জ্যোতি দাস। বিজেপির হয়ে লড়বেন বীণা কানোজিয়া। তবে এই ওয়ার্ডে মূলত বাম ও তৃণমূলের লড়াই হবে বলেই রাজনৈতিক মহলের অনুমান।

একবালপুর || ওয়ার্ড নম্বর- ৭৮ (বোরো- ৯) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল সোমা দাস ২৩৩২২  ৭৭.১৬ ৫৫.০১
বিজেপি বীনা কনোজিয়া ২৫৭১  ৮.৫১ ১৫.৪৭
বাম জ্যোতি দাস ২৪৩২ ৮.০৫ ১৮.৯৯
কংগ্রেস গুঞ্জা মল্লিক ১৬৪৬  ৫.৪৫ ৫.৮৫
অন্যান্য ৪.৬৯
একবালপুর || ওয়ার্ড নম্বর- ৭৮ (বোরো- ৯) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল নিজামুদ্দিন সামস ১৭,৫৮০ ৫৫.০১
বিজেপি কৈলাশলাল তামোলি ৪,৯৪৩ ১৫.৪৭
বাম নৌসাদ আলম ৬,০৬৯ ১৮.৯৯
কংগ্রেস সৈয়দ ইমতাজ আহমেদ  ১,৮৭১ ৫.৮৫
অন্যান্য ১,৪৯৭ ৪.৬৯