কলকাতা: টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অধীন এই ৯৪ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে প্রিন্স আনোয়ার শাহ রোড। পূর্ব দিকে প্রিন্স গুলাম মহম্মদ শাহ রোড এবং উদয় শঙ্কর সরণি, দক্ষিণে নেতাজি সুভাষ রোড এবং গ্রাহাম রোড ও পশ্চিমে দেশাপ্রাণ সাশমল রোড। মূলত টালিগঞ্জ, জুবিলি পার্ক, গল্ফ ক্লাব এই ওয়ার্ডের মধ্যে পড়ে। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ২৭ হাজার ৪৬৯।
এক সময় এই ওয়ার্ডের ক্ষমতায় ছিল বামেদের বিপ্লবী সমাজতান্ত্রিক দল। তবে ২০১৫-র পুর নির্বাচনে বদল আসে। ভোটে জিতে ওই ওয়ার্ডের কাউন্সিলর হন তৃণমূলের অর্চনা সেনগুপ্ত। তবে এবার প্রার্থী বদলেছে তৃণমূল। এবার টিকিট দেওয়া হয়েছে সন্দীপ নন্দী মজুমদারকে। বিজেপির প্রার্থী করা হয়েছে প্রদীপ্ত অর্জুন আর বামেদের প্রার্থী বুলা শীল।
কিছুদিন আগেই এই ওয়ার্ডে কংগ্রেসের পতাকা খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় কংগ্রেস প্রার্থীকে খুন করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগের কথা অস্বীকার করেছে তৃণমূল।
যাদবপুর-টালিগঞ্জ || ওয়ার্ড নম্বর- ৯৪ (বোরো- ১০) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
সন্দীপ নন্দী মজুমদার |
১০৫৬২ |
৭৭.৬৪ |
৪৮.২৬ |
বিজেপি |
প্রদীপ্ত অর্জুন |
১২৪৬ |
৯.১৬ |
১৫.৬৮ |
বাম |
বুলা রানি সীল |
১৫৫০ |
১১.৩৯ |
৩৩.১০ |
কংগ্রেস |
রাহুল নস্কর |
১৫১ |
১.১১ |
১.৬৪ |
অন্যান্য |
– |
|
|
০.৮৭ |
যাদবপুর-টালিগঞ্জ || ওয়ার্ড নম্বর- ৯৪ (বোরো- ১০) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
অর্চণা সেনগুপ্ত |
৬৮০৯ |
৪৮.২৬ |
বিজেপি |
শ্যামলী সরকার |
২২১২ |
১৫.৬৮ |
বাম |
তবসুম খাতুন |
৪৬৭০ |
৩৩.১০ |
কংগ্রেস |
রত্নাবলী বসু মল্লিক |
২৩২ |
১.৬৪ |
অন্যান্য |
– |
১৮৬ |
০.৮৭ |