Ward 41 Jorasanko KMC Election Result 2021 Live: বামেদের টিকিটে জেতা ৩ বারের কাউন্সিলর তৃণমূলে গিয়েও এনে দিলেন জয়

KMC Election Result 2021 Ward 41 Jorasanko Live Counting: ২০১০ সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে এই এলাকা। এই এলাকায় মোট জনসংখ্যার একটি বড় অংশ মুসলিম।

Ward 41 Jorasanko KMC Election Result 2021 Live: বামেদের টিকিটে জেতা ৩ বারের কাউন্সিলর তৃণমূলে গিয়েও এনে দিলেন জয়
কলকাতা পুরসভার ৪১ নম্বর ওয়ার্ড
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2021 | 11:24 PM

কলকাতা: ৪১ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থার ৫ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। জোড়াসাঁকো অঞ্চলের অংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

৪১ নং ওয়ার্ডের উত্তর দিকে মদন চট্টোপাধ্যায় লেন; পূর্ব দিকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ; দক্ষিণ দিকে সিদ্ধেশ্বর চন্দ্র লেন, সৈয়দ স্যালি লেন ও বালমুকুন্দ মাক্কার রোড এবং পশ্চিম দিকে রবীন্দ্র সরণি।

এই ওয়ার্ডটি জোড়াসাঁকো থানার দ্বারা নিয়ন্ত্রিত। তালতলা মহিলা থানা কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের আওতাধীন সমস্ত পুলিশ জেলা, যেমন বউবাজার, বড়বাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, মুচিপাড়া, নিউমার্কেট, তালতলা এবং পোস্তাকে নিয়ন্ত্রণ করে।

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের লোকসংখ্যা ১৯,৯৪৬।

এই ওয়ার্ডটি বামেদের গড় বলা যায়। ২০০৫ সাল থেকে এই ওয়ার্ডে বামেদের একচ্ছত্র আধিপত্য। ২০০৫ সাল থেকেই এই ওয়ার্ডের কাউন্সিলর রীতা চৌধুরী। এবারে শাসকদল এই ওয়ার্ডে আঁচড় কাটতে পারে কিনা, সেটাই দেখার।

২০১৫ সালের কলকাতা পুরসভার নির্বাচনের ফলাফল ২০১৫ সালে কলকাতা পুরসভার বেশিরভাগ ওয়ার্ডই যখন শাসকদলের নিয়ন্ত্রণে চলে যায়, তখনই এই দলের জিতেছিল বামেরাই। এই ওয়ার্ডের তিন বারের কাউন্সিলর রীতা চৌধুরী। তবে তিনি এবার তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন।

২০২১ সালের পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন রীতা চৌধুরী। বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন রাজীব সিংহ, বামেদের প্রার্থী নেহাল আহমেদ কাইসার।

জোড়াসাঁকো || ওয়ার্ড নম্বর- ৪১ (বোরো- ৫) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল রীতা চৌধুরী ৩১১৮ ৪৯.২১ ২৩.৫০
বিজেপি রাজীব কুমার সিনহা ২০০৬ ৩১.৬৬ ১৭.৬৫
বাম নেহাল আহমেদ কাইজার ৮৭৫ ১৩.৮১ ৩৩.১৯
কংগ্রেস জোয়ালা প্রতাপ সিং ২৬৫ ৪.১৮ ২৪.১৯
অন্যান্য ১.৪৭
জোড়াসাঁকো || ওয়ার্ড নম্বর- ৪১ (বোরো- ৫) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল তপন কুমার রায় ১,৭৯৩ ২৩.৫০
বিজেপি কমলেশ সিং ১,৩৪৭ ১৭.৬৫
বাম রীতা চৌধুরী ২,৫৩৩ ৩৩.১৯
কংগ্রেস রাজীব কুমার সিনহা ১,৮৪৬ ২৪.১৯
অন্যান্য ১১২ ১.৪৭