Ward 42 Jorasanko KMC Election Result 2021 Live: ২০০৫ সাল থেকেই এই ওয়ার্ডে একচেটিয়া গেরুয়া বাহিনীর আধিপত্য, নজরে ৪২ নম্বর ওয়ার্ড
KMC Election Result 2021 Ward 42 Jorasanko Live Counting: এই ওয়ার্ডটি গেরুয়া শিবিরের গড় বলা যায়। ২০০৫ সাল থেকে এই ওয়ার্ডে বিজেপির একচ্ছত্র আধিপত্য। ২০০৫ সাল থেকেই এই ওয়ার্ডের কাউন্সিলর সুনীতা ঝাওয়ার।
KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: ৪২ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থার ৫ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। বড়বাজারের কিছুটা অংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
৪২ নং ওয়ার্ডের উত্তর দিকে মহাত্মা গান্ধী রোড, কটন স্ট্রিট ও বড়তলা স্ট্রিট; পূর্ব দিকে রবীন্দ্র সরণি, দক্ষিণ দিকে রাজা উডমান্ট স্ট্রিট, বিপ্লবী ত্রৈলোক্য মহারাজ সরণি (আগেকার নাম ব্রাবোর্ন রোড) ও উড়ালপুল, বিপ্লবী রাসবিহারী বসু রোড এবং পশ্চিমে স্ট্র্যান্ড রোড, সি.আই.টি. রোড, নেতাজি সুভাষ রোড ও জগমোহন মল্লিক লেন।
এই ওয়ার্ড বড়বাজার থানার নিয়ন্ত্রণাধীন। তালতলা মহিলা থানা কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের আওতাধীন সমস্ত পুলিশ জেলা, যেমন বউবাজার, বুড়াবাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, মুচিপাড়া, নিউমার্কেট, তালতলা এবং পোস্তাকে নিয়ন্ত্রণ করে।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের লোকসংখ্যা ২১, ৭৭৬।
এই ওয়ার্ডটি গেরুয়া শিবিরের গড় বলা যায়। ২০০৫ সাল থেকে এই ওয়ার্ডে বিজেপির একচ্ছত্র আধিপত্য। ২০০৫ সাল থেকেই এই ওয়ার্ডের কাউন্সিলর সুনীতা ঝাওয়ার। এবারে শাসকদল এই ওয়ার্ডে আঁচড় কাটতে পারে কিনা, সেটাই দেখার।
২০১৫ সালের কলকাতা পুরসভার নির্বাচনের ফলাফল
২০১৫ সালে কলকাতা পুরসভার বেশিরভাগ ওয়ার্ডই যখন শাসকদলের নিয়ন্ত্রণে চলে যায়, তখনই এই দলের জিতেছিল পদ্ম শিবিরই। এই ওয়ার্ডের তিন বারের কাউন্সিলর সুনীতা ঝাওয়ার। এবারও তিনিই ভোটে লড়ছেন।
২০২১ সালের পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন মহেশ শর্মা। বিজেপি প্রার্থী তিন বারের কাউন্সিলর সুনীতা ঝাওয়ার। বামেদের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদীপ সিংহ।
জোড়াসাঁকো|| ওয়ার্ড নম্বর- ৪২ (বোরো- ৫) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | মহেশ কুমার শর্মা | ৩৩৫৩ | ৫৫.৩৬ | ৬.৭০ |
বিজেপি | সুনীতা ঝাঁওয়ার | ২৬২৫ | ৪৩.৩৪ | ৫৩.৬৬ |
বাম | প্রদীপ কুমার সিং | ২৭ | ০.৪৫ | ০.৯২ |
কংগ্রেস | – | – | – | ৩৭.৭৬ |
অন্যান্য | – | – | – | ০.৯৬ |
জোড়াসাঁকো || ওয়ার্ড নম্বর- ৪২ (বোরো- ৫) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | প্রকাশ কুমার ডুগ্গড় | ৪৭১ | ৬.৭০ |
বিজেপি | সুনিতা ঝাওয়ার | ৩,৭৭২ | ৫৩.৬৬ |
বাম | মধু জৈন | ৬৫ | ০.৯২ |
কংগ্রেস | মহেশ কুমার শর্মা | ২,৬৫৪ | ৩৭.৭৬ |
অন্যান্য | – | ৬৭ | ০.৯৬ |