Ward 88 Kalighat-Lalpara KMC Election Result 2021 LIVE: দল বদলেছেন, তবে ২৫ বছর ধরে ৮৮ নম্বরে রয়ে গিয়েছেন মালা রায়

KMC Election Result 2021, Ward 88 Kalighat-Lalpara LIVE Counting: সেই ১৯৯৫ থেকে তিনি কাউন্সিলর। একাধিকবার দল বদলালেও, তাঁর আসন হারায়নি।

Ward 88 Kalighat-Lalpara KMC Election Result 2021 LIVE: দল বদলেছেন, তবে ২৫ বছর ধরে ৮৮ নম্বরে রয়ে গিয়েছেন মালা রায়
টালিগঞ্জ থানার অন্তর্গত এই ওয়ার্ড
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2021 | 12:10 AM

কলকাতা: রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অধীন এই ৮৮ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে রাসবিহারী অ্যাভিনিউ, পূর্ব দিকে রয়েছে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় রোড। দক্ষিণে রেলের বজবজ শাখা ও পশ্চিমে আদিগঙ্গা। ওয়ার্ডটির মধ্যে রয়েছে কালীঘাটের সাহানগর, লালপাড়া এলাকা। কলকাতা পুলিশের টালিগঞ্জ থানার অন্তর্গত এই ওয়ার্ড। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ২৩ হাজার ৬৭২।

এই ওয়ার্ডে বরাবরই জয়ী হয়েছেন মালা রায়। সেই ১৯৯৫ থেকে তিনি কাউন্সিলর। একাধিকবার দল বদলালেও, তাঁর আসন হারায়নি। তৃণমূলে এখন তিনি সাংসদ হয়েছেন। তবু এমন অভিজ্ঞ প্রার্থীকে পুরভোট থেকে বাদ রাখতে পারেনি তৃণমূল। ৮৮ নম্বর ওয়ার্ড থেকে এই নিয়ে ষষ্ঠবার লড়াইয়ে নামছেন তৃণমূল প্রার্থী মালা রায়। এর আগে কখনও তৃণমূব, কখনও কংগ্রেস থেকে লড়লেও ওয়ার্ড হাতছাড়া হতে দেননি তিনি। ২৫ বছর কাউন্সিলর হওয়ার সুবাদে, গোটা এলাকাই তাঁর হাতের তালুর মতো চেনা। এবারও প্রচারে খামতি নেই তাঁর। দেওয়াল লিখনে হাত লাগাচ্ছেন তিনি।

মালা রায়ের সঙ্গে সম্মুখ সমরে প্রস্তুত বিরোধীরাও। এবার ৮৮ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী সমীর শীল ও সিপিএম প্রার্থী কার্তিক মণ্ডল।

কালীঘাট-লালপাড়া || ওয়ার্ড নম্বর- ৮৮ (বোরো- ৮) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল মালা রায় ৫০.৮৯%
বিজেপি সমীর শীল ১০.৬৭%
বাম কার্তিক মণ্ডল ২৮.৭৫%
কংগ্রেস ৮.০৩%
অন্যান্য ১.৬৫%
কালীঘাট-লালপাড়া || ওয়ার্ড নম্বর- ৮৮ (বোরো- ৮) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল মালা রায় ৭৩৬১ ৫০.৮৯%
বিজেপি শুক্লা মজুমদার ১৫৪৩ ১০.৬৭%
বাম সোমা দে ৪১৫৯ ২৮.৭৫%
কংগ্রেস কাকলি ঘোষ ১১৬২ ৮.০৩%
অন্যান্য ২৩৯ ১.৬৫%