কলকাতা: রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অধীন এই ৮৩ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে হাজরা রোড, পূর্ব দিকে রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, দক্ষিণে রাসবিহারী অ্যাভিনিউ এবং পশ্চিমে টালি নালা। কলকাতা পুলিশের কালীঘাট থানা এলাকার মধ্যে অবস্থিত এই ৮৩ নম্বর ওয়ার্ড। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ২২ হাজার ১৬৩। কালীঘাট এলাকা নিয়েই এই ওয়ার্ড।
পরপর কয়েকবার তৃণমূলই জয়ী হয়েছে এই ওয়ার্ড থেকে। পরপর তিনবার কাউন্সিলর হলেও এবার টিকিট পাননি মঞ্জুশ্রী মজুমদার। তৃণমূল এবার প্রার্থী তালিকা থেকে যে কয়েকজনকে বাদ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম মঞ্জুশ্রী। প্রবীর মুখোপাধ্যায়কে এবার টিকিট দিয়েছে তৃণমূল। প্রার্থী বদলে দলীয় সংগঠনের কোনও প্রভাব পড়বে কি না, সেটাই দেখার। গৌরাঙ্গ সরকার লড়বেন বিজেপি প্রার্থী হিসেবে।
কালীঘাট|| ওয়ার্ড নম্বর- ৮৩ (বোরো- ৮) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
প্রবীর কুমার মুখোপাধ্যায় |
৮৭২৫ |
৭৭.০৩ |
৪১.৭৩% |
বিজেপি |
গৌরাঙ্গ সরকার |
৮৮৬ |
৭.৮২ |
৩৮.০৯% |
বাম |
অর্ক রঞ্জন ভট্টাচার্য |
১৩৭৩ |
১২.১২ |
১৬.৫৮% |
কংগ্রেস |
রাজীব পাল |
১৭৪ |
১.৫৪ |
২.০৩% |
অন্যান্য |
সুস্মিতা গুপ্ত (নির্দল) |
৫৬ |
০.৪৯ |
১.৫৬% |
কালীঘাট|| ওয়ার্ড নম্বর- ৮৩ (বোরো- ৮) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
মঞ্জুশ্রী মজুমদার |
৫,৩৫৭ |
৪১.৭৩% |
বিজেপি |
তুষার কান্তি ঘোষ |
৪,৮৯০ |
৩৮.০৯% |
বাম |
সন্তোষ কুমার ওঝা |
২,১২৮ |
১৬.৫৮% |
কংগ্রেস |
প্রদীপ মোতিলাল |
২৬১ |
২.০৩% |
অন্যান্য |
– |
২০০ |
১.৫৬% |