Ward No. 3 Belgachhia Dumdum Road KMC Election Result 2021 LIVE: ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের দেবিকা চক্রবর্তী
KMC Election Result 2021, Ward LIVE Counting:
KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: এই ওয়ার্ডটি কলকাতা পৌরসংস্থার ১ নম্বর বরোর প্রশাসনিক বিভাগ। ৩ নম্বর ওয়ার্ডটি মূলত বেলগাছিয়া অঞ্চলে অবস্থিত। কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই ওয়ার্ডটি।
৩ নম্বর ওয়ার্ডের উত্তর দিকে রয়েছে দমদম রোড, উমাকান্ত সেন লেন, পাইকপাড়া রাজা মণীন্দ্র লেন ও ক্ষুদিরাম বসু সরণি; পূর্ব দিকে পূর্ব রেল লাইন ও জীবনকৃষ্ণ ঘোষ রোড; দক্ষিণ দিকে জীবনকৃষ্ণ ঘোষ রোড এবং পশ্চিম দিকে অনাথনাথ দেব লেন, পাইকপাড়া রোও বীরপাড়া লেন।
২০০৫ সালে এই ওয়ার্ডের দখল ছিল সিপিএমের হাতে। ২০১০ সালেই ‘পরিবর্তনের হাওয়ায়’ এই ওয়ার্ডে ক্ষমতা পায় তৃণমূল। তারপর থেকে একচেটিয়া এই ওয়ার্ডে ঘাসফুলের রাজ। ২০১৫ সালে রাজ্যসভার সাংসদ চিকিত্সক শান্তনু সেন এই ওয়ার্ডে তৃণমূলের তরফে জয়লাভ করেন।
২০১৫ সালের পুরভোটের ফলাফলের নিরিখে প্রায় ১৯ টি আসন বৃদ্ধি পেয়েছে ঘাসফুলের।
প্রায় বছর দুই আগে মমতা বন্দ্যোপাধ্যায়, পুরভোটে প্রার্থী করেছিলেন শান্তনুকে । তখন শান্তনু রাজ্যসভার সাংসদ। স্বভাবতই প্রশ্ন উঠেছিল। গত পুরভোটে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিযুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু এ বার পুরসভার তিন নম্বর ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত। ফলে প্রার্থী না হতে পেরে বিশেষ ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে, ২ নম্বর ওয়ার্ডে এ বার তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন শান্তনুর স্ত্রী কাকলি সেন। এ বার পুরভোটে শান্তনুকে প্রার্থীপদের জন্য নিযুক্ত করা হয়নি। ঘটনায় যদিও বিজেপির অভিযোগ., নিজ দলের ভাবধারা স্বচ্ছ রাখতেই শান্তনু কে প্রার্থী করেনি দল। কারণ, তাঁর বিরুদ্ধে লক্ষাধিক টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে।
এ বছর, ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন দেবিকা চক্রবর্তী, বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা করবেন অনিমা সিং ও সিপিএমের তরফে রয়েছেন নমিতা দাস।
বেলগাছিয়া-দত্তবাগান || ওয়ার্ড নম্বর- ৩ (বোরো- ১) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | দেবিকা চক্রবর্তী | ২৫,৪৩১ | ৭৮.১৬ | ৬২.২০ |
বিজেপি | অনিমা সিং | ১৫৮৬ | ৪.৮৭ | ৬.৯০ |
বাম | নমিতা দাস | ৩৪১৭ | ১০.৫০ | ২১.০০ |
কংগ্রেস | সুচিত্রা বোস | ১৮৫১ | ৫.৬৯ | ৮.৭১ |
অন্যান্য | – | ২৫২ | ০.৭৮ | ১.১৯ |
বেলগাছিয়া-দত্তবাগান || ওয়ার্ড নম্বর- ৩ (বোরো- ১) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | ডা.শান্তনু সেন | ২১,৪০২ | ৬২.২০ |
বিজেপি | শঙ্কর মল্লিক | ২,৩৭৭ | ৬.৯০ |
বাম | কণীণিকা বোস (ঘোষ) | ৭,২২৭ | ২১.০০ |
কংগ্রেস | মহঃ কালিম | ৩,০০০ | ৮.৭১ |
অন্যান্য | – | ৪০২ | ১.১৯ |