Ward 79 Kidderpore-Babu Bazar KMC Election Result 2021 LIVE: প্রায় ১৬ বছরের কাউন্সিলর রামের ওপরেই ভরসা তৃণমূলের

KMC Election Result 2021, Ward 79 Kidderpore-Babu Bazar LIVE Counting: ২০১১ সালে রাম পেয়ারি রাম এবং তাঁর স্ত্রী হেমা রাম তৃণমূলে যোগ দিয়েছিলেন।

Ward 79 Kidderpore-Babu Bazar KMC Election Result 2021 LIVE: প্রায় ১৬ বছরের কাউন্সিলর রামের ওপরেই ভরসা তৃণমূলের
একবালপুর, খিদিরপুর এবং তারাতলা থানা এলাকার মধ্যে পড়ে এই ওয়ার্ড
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 9:20 PM

কলকাতা: কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের অধীন এই ৭৯ নম্বর ওয়ার্ড। এর উত্তরে রয়েছে কার্ল মার্কস সরণি, পূর্বে ডায়মন্ড হারবার রোড, দক্ষিণে গোরগাছা রোড, সোনারপুর রোড এবং পোর্ট ট্রাস্ট রেলপথ এবং পশ্চিমে হাইড রোড। কলকাতা পুলিশের বন্দর বিভাগের একবালপুর, খিদিরপুর এবং তারাতলা থানা এলাকার মধ্যে পড়ে এই ওয়ার্ড। লাগোয়া অঞ্চলগুলি হল খিদিরপুর, বাবু বাজার, মোমিনপুর, মাঝেরহাট ও টিকিয়াপাড়া। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ৪৪ হাজার ৩০৩।

এই ওয়ার্ড থেকে গত কয়েকবার নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর হয়েছেন রাম পেয়ারি রাম। একসময় কংগ্রেসের সাংসদ ছিলেন তিনি। কংগ্রেসের টিকিটেই ২০০৫ ও ২০১০ সালে জয়ী হন রাম পেয়ারি রাম। কংগ্রেস থেকে পরে বহিষ্কৃত হন তিনি। ২০১১ সালে রাম পেয়ারি রাম এবং তাঁর স্ত্রী হেমা রাম তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরে ২০১৫ তে তৃণমূল কংগ্রেসের টিকিটেও জয়ী হয়েছিলেন তিনি। এবার ফের তাঁকেই টিকিট দিয়েছে তৃণমূল।

খিদিরপুর-বাবু বাজার || ওয়ার্ড নম্বর- ৭৯ (বোরো- ৯) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল রাম পেয়ারে রাম  ১১৬৪১ ৫৭.৮৬ ৪৬.৫১
বিজেপি জিতেন্দ্র ত্রিবেদী ৪৫১৩ ২২.৪৩ ৩৮.২০
বাম শ্যামলকান্তি মিত্র ৩৬১ ১.৭৯ ১০.০২
কংগ্রেস আকিব গুলজার ২৮০৯ ১৩.৯৬ ৩.৭৯
অন্যান্য ১.৪৭
খিদিরপুর-বাবু বাজার || ওয়ার্ড নম্বর- ৭৯ (বোরো- ৯) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল রাম পেয়ারে রাম ৯১৯০ ৪৬.৫১
বিজেপি  কমলেশ কুমার বাল্মিকী ৭৫৪৯ ৩৮.২০
বাম  রেনু দেবী ১৯৮১ ১০.০২
কংগ্রেস  অশোক কুমার রাম ৭৫০  ৩.৭৯
অন্যান্য  ৩ জন নির্দল ২৯০ ১.৪৭