কলকাতা: কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের অধীন এই ৮০ নম্বর ওয়ার্ড। এর উত্তরে রয়েছে হুগলি নদী ও গোরগাছা রোড। পূর্বে রয়েছে টালি নালা ও গার্ডেন রিচ রোড। ষষ্ঠীতলা রোড। দক্ষিণে রয়েছে কার্ল মার্কস সরণি, গার্ডেন রিচ রোড। পশ্চিমে রয়েছে পুরনো গার্ডেন রিচ পুরসভা এলাকা। এই ৮০ নম্বর ওয়ার্ড লাগোয়া অঞ্চলগুলি হল খিদিরপুর, টিকিয়াপাড়া, তারাতলা, আলিপুর মিন্ট কলোনি। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ৩১ হাজার ৯৪।
এই ওয়ার্ড একসময় ছিল কংগ্রেসের হাতে। প্রাক্তন বিধায়ক তথা বিদায়ী কাউন্সিলর রাম পেয়ারি রামের স্ত্রী হেমা রাম পরপর দুবার এই ওয়ার্ড থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন। গতবার এই ওয়ার্ড থেকে জয়ী হন নির্দল প্রার্থী আনওয়ার খান। এবার সেই আনওয়ার খানই তৃণমূলের প্রার্থী। বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন এরশাদ আহমেদ।
কলকাতা বন্দর-গার্ডেন রিচ || ওয়ার্ড নম্বর- ৮০ (বোরো- ৯) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
মহম্মদ আনোয়ার খান |
৯৩৩৬ |
৭০.২০ |
২২.০৬ |
বিজেপি |
ইরশাদ আহমেদ সাইন |
৩৫১২ |
২৬.৪১ |
৩৪.০৪ |
বাম |
– |
– |
– |
৩.৮৮ |
কংগ্রেস |
সুরেন্দ্র কুমার সিং |
১৮৯ |
১.৪২ |
১.৬৫ |
অন্যান্য |
– |
– |
– |
৩৫.০৯ |
কলকাতা বন্দর-গার্ডেন রিচ || ওয়ার্ড নম্বর- ৮০ (বোরো- ৯) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
হেমা রায় |
৩,১৬১ |
২২.০৬ |
বিজেপি |
এরশাদ আহমেদ সাইন |
৫৫৬ |
৩৪.০৪ |
বাম |
রাজেন্দ্র রাজভর |
৪,৮৭৮ |
৩.৮৮ |
কংগ্রেস |
আওধেশকুমার চৌধুরী |
২৩৬ |
১.৬৫ |
অন্যান্য |
– |
৫০২৮ |
৩৫.০৯ |