AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ward 76 Port-Kidderpore KMC Election Result 2021 LIVE: বন্দর এলাকায় তৃণমূলের ঘাঁটি, পুরনো প্রার্থীতেই ভরসা শাসক দলের

KMC Election Result 2021, Ward 76 Port-Kidderpore LIVE Counting: ষষ্ঠী দাসের ওপরেই ভরসা রেখেছে দলীয় নেতৃত্ব।

Ward 76 Port-Kidderpore KMC Election Result 2021 LIVE: বন্দর এলাকায় তৃণমূলের ঘাঁটি, পুরনো প্রার্থীতেই ভরসা শাসক দলের
ওয়াটগঞ্জ থানার মধ্যেই এই ওয়ার্ড
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 8:55 PM
Share

কলকাতা: কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের অন্যতম ওয়ার্ড এই ৭৬ নম্বর। ওয়াটগঞ্জ এবং খিদিরপুর এলাকা রয়েছে এই ওয়ার্ডের মধ্যে। এই ওয়ার্ডেই রয়েছে খিদিরপুর ডক। উত্তরে রয়েছে কবিতীর্থ সরণি, দক্ষিণে কার্ল মার্কস সরণি এবং পশ্চিমে সত্য ডক্টর রোড, শশিতলা রোড এবং গার্ডেন রিচ রোড। কলকাতা পুলিশের ওয়াটগঞ্জ থানার মধ্যেই এই ওয়ার্ড। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ২১ হাজার ৯৪৬।

গত কয়েক বছর ধরে ওই ওয়ার্ডটি ধরে রেখেছে তৃণমূল। পরপর দুবার শাসক দলের টিকিটে জয়ী হয়েছেন ষষ্ঠী দাস। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের কেন্দ্র হওয়ায় কলকাতা বন্দর এলাকায় রয়েছে তৃণমূলের প্রতিপত্তি। এবারই সেই ষষ্ঠী দাসের ওপরেই ভরসা রেখেছে দলীয় নেতৃত্ব। আর তাঁর সঙ্গে লড়াইতে নামছেন বিজেপির সজল কর ও সিপিএম প্রার্থী শাকিল আখতার।

কলকাতা বন্দর-খিদিরপুর || ওয়ার্ড নম্বর- ৭৬ (বোরো- ৯) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল শাস্তি দাস ৭৫৪৪  ৬৬.৫৪ ৪৮.১১
বিজেপি সজল কর ১১১৭  ৯.৮৫ ১৪.৬৩
বাম শাকিল আখতার  ৭৭৭  ৬.৮৫ ২২.৭৯
কংগ্রেস সৌমেন পাল ১৭৪৪  ১৫.৩৮ ১৩.৩২
অন্যান্য ১.১৫
কলকাতা বন্দর-খিদিরপুর || ওয়ার্ড নম্বর- ৭৬ (বোরো- ৯) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল ষষ্ঠী দাস ৬,২১৩  ৪৮.১১
বিজেপি রবীন্দ্রনাথ দাস ১,৮৯০ ১৪.৬৩
বাম মনোরমা রায় ২,৯৪৩ ২২.৭৯
কংগ্রেস রাজেশ পান্ডে ১,৭২০ ১৩.৩২
অন্যান্য ১৪৮ ১.১৫