AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ward 77 Port-Kidderpore KMC Election Result 2021 LIVE: ৭৭ নম্বরে বামেদের টিকিটে দুবার কাউন্সিলর হওয়া শামিমা এবার তৃণমূলের প্রার্থী

KMC Election Result 2021, Ward 77 Port-Kidderpore LIVE Counting: ২০১৬ তে দল বদল করে তৃণমূলে যোগ দেন শামিমা।

Ward 77 Port-Kidderpore KMC Election Result 2021 LIVE: ৭৭ নম্বরে বামেদের টিকিটে দুবার কাউন্সিলর হওয়া শামিমা এবার তৃণমূলের প্রার্থী
অনেক বছর ধরে বামেদের হাতে থাকা একটি ওয়ার্ড
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 8:58 PM
Share

কলকাতা: খিদিরপুর সংলগ্ন একটি ওয়ার্ড হল ৭৭ নম্বর। এই ওয়ার্ডের উত্তরে রয়েছে কার্ল মার্কস সরণি। পূর্বদিকে ডায়মন্ড হারবার রোড, দক্ষিণ দিকে কবি মহম্মদ ইকবাল রোড এবং পশ্চিমে ভূকৈলাশ রোড। ওয়াটগঞ্জ এবং একবালপুর থানার অধীনস্থ এলাকাতেই রয়েছে এই ৭৭ নম্বর ওয়ার্ড। এই ৭৭ নম্বর ওয়ার্ড ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ৭৭ নম্বর ওয়ার্ডের মোট জনসংখ্যা ৪৫ হাজার ৯৮৪।

এটি অনেক বছর ধরে বামেদের হাতে থাকা একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে গত তিনবারের পুর নির্বাচনে জয়ী হয়েছে বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক। ২০০৫ ও ২০১৫ সালের পুর নির্বাচনে ফরওয়ার্ড ব্লকের টিকিটে লড়ে জয়ী হয়েছিলেন শামিমা রেহান খান। আর ২০১০-এর ফরওয়ার্ড ব্লকেরই টিকিটে কাউন্সিলর হয়েছিলেন নেজামুদ্দিন শামস। পরে ২০১৬ তে দল বদল করে তৃণমূলে যোগ দেন শামিমা। এবারও সেই শামিমাকে ওই ওয়ার্ডে টিকিট দিয়েছে তৃণমূল। আর বামেদের প্রার্থী এবার সাজদা পারভিন। বিজেপির হয়ে লড়বেন গোপা বন্দ্যোপাধ্যায়। তবে পুরনো কাউন্সিলরে আস্থা থাকবে নাকি আগে ক্ষমতায় থাকা বামেদের ভরসা করবে মানুষ? সেটাই দেখার।

কলকাতা বন্দর-খিদিরপুর || ওয়ার্ড নম্বর- ৭৭ (বোরো- ৯) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল শামিসা রেহান খান ১৮৬৬৬  ৭৬.৬৮ ৩৬.১৭
বিজেপি গোপা ব্যানার্জি ৮৯৮ ৩.৬৯ ৪.৪৩
বাম সাজদা পরভিন ২৫৮৯  ১০.৬৪ ৫৫.৯৮
কংগ্রেস সায়েদা বানো ১৭৩০ ৭.১১ ১.৪৭
অন্যান্য ১.৯৫
কলকাতা বন্দর-খিদিরপুর || ওয়ার্ড নম্বর- ৭৭ (বোরো- ৯) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল পরভিন ইসলাহি ৮,৮৭৪  ৩৬.১৭
বিজেপি বেবি ইয়াসমিন ১,০৮৬ ৪.৪৩
বাম সামিনা রেহান খান ১৩,৭৩৪ ৫৫.৯৮
কংগ্রেস ফরিদা খাতুন ৩৬১ ১.৪৭
অন্যান্য ৪৮০ ১.৯৫