কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipality) ১৩৭ নম্বর ওয়ার্ডটি গার্ডেন রিচ এবং মেটিয়াবুরুজ (লিচু বাগান) এর কিছু অংশ জুড়ে অবস্থিত। কলকাতা পুর প্রশাসনিক বিভাগের বরো নম্বর ১৫ -র অন্তর্গত এই এলাকার উত্তরে রয়েছে উত্তরে হুগলি নদী এবং গার্ডেনরিচ রোডের দক্ষিণ তীর। পূর্বে বিচালী ঘাট রোড এবং দক্ষিণে এস এ ফারুকী রোড রয়েছে। আর পশ্চিমে একটি নিকাশি খাল, মারে রোড এবং হালদারপাড়া লেন অবস্থিত।
গত পুরভোটের ফলাফল: সিপিএমের শক্তঘাঁটি এই ওয়ার্ডে ২০০৫ সালেও জিতেছে তারা। সেবার সিপিএম প্রার্থী সারোয়ার জাহান জয়লাভ করেন। পরের বার অর্থাৎ, ২০১০ সালেও জয় ধরে রাখে তারা। সেবার জয়ী হন আমিন আনসারি। যদিও বাম দুর্গে ফাটল ধরে ২০১৫ সালের পুরভোটে। জয়ী হয়ে কাউন্সিলর হন আমিন আনসারি। যিনি তার আগের বার সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
উল্লেখ্য, সাড়ে ছয় বছর আগে ২০১৫ সালে কলকাতা পুরসভার ভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টি আসনে জয়ী হয়ে ছোট লালবাড়ি দখল করেছিল তৃণমূল কংগ্রেস। ১৫টি ওয়ার্ডে জয়ী হয়েছিলেন বামফ্রন্ট প্রার্থীরা। বিজেপি জিতেছিল ৭টি ওয়ার্ডে আর কংগ্রেস জিতেছিল পাঁচটি ওয়ার্ডে। তিনটি ওয়ার্ডে জিতেছিলেন নির্দল প্রার্থীরা। তবে ভোটের পরে বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট ছাড়ার হিড়িক পড়ে যায়। নির্দল প্রার্থীরাও এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে নাম লিখিয়েছিলেন শাসক শিবিরে। তৃণমূলের শক্তি বেড়ে হয়েছিল ১২৬।
২০২১ সালের পুরভোট: এবারের পুরভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রেহমত আলম আনসারিকে। অন্যদিকে বিজেপি টিকিট দেয় রাকেশ ভার্মাকে। ওয়াসিম আনসারিকে প্রার্থী করেছে কংগ্রেস শিবির।
গার্ডেনরিচ-লিচুবাগান || ওয়ার্ড নম্বর- ১৩৭ (বোরো- ১৫) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
রেহমত আলম আনসা |
৫২৯৬ |
৪৩.১৬ |
২৮.১১ |
বিজেপি |
রাকেশ ভার্মা |
১৪৯ |
১.২১ |
২.২৬ |
বাম |
কংগ্রেসকে সমর্থন |
– |
– |
৮.৫৮ |
কংগ্রেস |
ওয়াসিম আনসারি |
৬৬৭০ |
৫৪.৩৬ |
২৯.২৮ |
অন্যান্য |
– |
১৫৫ |
১.২৬ |
৩১.৭৬ |
কাশীপুর-বেলগাছিয়া || ওয়ার্ড নম্বর- ১ (বোরো- ১) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
আমিন আনসারি |
২৫৭৫ |
২৮.১১ |
বিজেপি |
মহম্মদ ইউসুফ আলি |
২০৭ |
২.২৬ |
বাম |
ইফতেকার আহমেদ |
৭৮৬ |
৮.৫৮ |
কংগ্রেস |
ওয়াসিম আনসারি |
২৬৮২ |
২৯.২৮ |
অন্যান্য |
– |
২৯০৯ |
৩১.৭৬ |