কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipality) ১৩৪ নম্বর ওয়ার্ডটি অবস্থিত গার্ডেন রিচ এলাকার রামনগর অংশ নিয়ে। বরো নম্বর ১৫-এর অংশ এই ওয়ার্ডের উত্তরে দিক দিয়ে প্রবাহিত হুগলি নদী। ১৩৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণে রয়েছে রামনগর লেন। পূর্বে প্রিন্স দিলওয়ার ঝা লেন পশ্চিমে রয়েছে পোর্ট কমিশনের জমি এবং ব্যানার্জি বাগান লেন।
গত পুরভোটের ফলাফল: ২০০৫ সালে ১৩৪ নম্বর ওয়ার্ডে জেতেন সিপিএম প্রার্থী ইয়াসমিন সুলতান হোসেন। তার পরের দুই পুরভোটে অবশ্য় এই ওয়ার্ডের দখল নেয় তৃণমূল। ২০১০ সালের পুরভোটে তৃণমূলের টিকিটে জিতে কাউন্সিলর হন মহম্মদ ইকবাল। ২০১৫ সালে জেতেন শামস ইকবাল।
২০২১ সালের পুরভোট: এদিকে দক্ষিণ কলকাতার ১৩৪ ও ১৪২ নম্বর ওয়ার্ডে সিপিএম ও কংগ্রেস এই দু’পক্ষের কেউই প্রার্থী দিতে পারেনি। আর এই দু’টি ওয়ার্ডে সমর্থনের প্রশ্নে বিড়ম্বনায় পড়েছে সমর্থকেরা। বেহালা পূর্ব ও কলকাতা বন্দর বিধানসভার অন্তর্গত এই দু’টি ওয়ার্ডে কাকে ভোট দেবেন দলীয় কর্মী-সমর্থকরা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বর্তমানে এই দু’টি ওয়ার্ড তৃণমূলের দখলে। ১৩৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর শামস ইকবালকে ফের প্রার্থী করেছে তৃণমূল।
উল্লেখ্য, সাড়ে ছয় বছর আগে ২০১৫ সালে কলকাতা পুরসভার ভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টি আসনে জয়ী হয়ে ছোট লালবাড়ি দখল করেছিল তৃণমূল কংগ্রেস। ১৫টি ওয়ার্ডে জয়ী হয়েছিলেন বামফ্রন্ট প্রার্থীরা। বিজেপি জিতেছিল ৭টি ওয়ার্ডে আর কংগ্রেস জিতেছিল পাঁচটি ওয়ার্ডে। তিনটি ওয়ার্ডে জিতেছিলেন নির্দল প্রার্থীরা। তবে ভোটের পরে বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট ছাড়ার হিড়িক পড়ে যায়। নির্দল প্রার্থীরাও এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে নাম লিখিয়েছিলেন শাসক শিবিরে। তৃণমূলের শক্তি বেড়ে হয়েছিল ১২৬।
গার্ডেনরিচ-রামনগর || ওয়ার্ড নম্বর- ১৩৪ (বোরো- ১৫) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
শামস ইকবাল |
২৪৭০৮ |
৯৭.২৬ |
৭৫.৪৩ |
বিজেপি |
মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে |
|
– |
৩.৬১ |
বাম |
– |
– |
– |
৪.৬৬ |
কংগ্রেস |
– |
|
|
১৪.৬৪ |
অন্যান্য |
নির্দল |
৬৯৭ |
১.৭৪ |
১.৬৬ |
গার্ডেনরিচ-রামনগর || ওয়ার্ড নম্বর- ১৩৪ (বোরো- ১৫) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
শামস ইকবাল |
১৫৪৬৭ |
৭৫.৪৩ |
বিজেপি |
মহম্মদ জাভেদ আখতার |
৭৪০ |
৩.৬১ |
বাম |
ইয়াসিন সুলতাল হোসেন |
|
৪.৬৬ |
কংগ্রেস |
নিয়ামত আলি খান |
৩০০২ |
১৪.৬৪ |
অন্যান্য |
– |
৩৩৯ |
১.৬৬ |