AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Metiaburuz Ward No140 KMC Election Result 2021 LIVE: পাখির চোখ ছিল, ১৪০ নম্বর ওয়ার্ড শেষ হাসি তৃণমূলের

KMC Election Result 2021 Word No 140 Metiaburuz Live Counting: কলকাতা পুরসভার (Kolkata Municipality) পাড়ার মেটিয়াব্রুজ (কাঁথালবেরিয়া-মল্লিকপাড়া) এর কিছু অংশ জুড়ে বরো নম্বর ১৫- এর অংশ হল ১৪০ নম্বর ওয়ার্ড।

Metiaburuz Ward No140 KMC Election Result 2021 LIVE: পাখির চোখ ছিল, ১৪০ নম্বর ওয়ার্ড শেষ হাসি তৃণমূলের
অলংকরণ: অভীক দেবনাথ
| Edited By: | Updated on: Dec 29, 2021 | 2:24 PM
Share

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipality) পাড়ার মেটিয়াব্রুজ (কাঁথালবেরিয়া-মল্লিকপাড়া) এর কিছু অংশ জুড়ে বরো নম্বর ১৫- এর অংশ হল ১৪০ নম্বর ওয়ার্ড। মেটিয়াবুরুজ থানার অংশ ওয়ার্ডটির উত্তরে রয়েছে জিলিয়াপাড়া রোড, ডাঃ আবদুল কবির রোড, আক্রা মাউজার দক্ষিণ সীমানা এবং কৈলাস মিস্ত্রি লেন। পূর্বদিকে রেলপথ। তার পর পাঁচপাড়া রোড এবং আকরা মাউজার পশ্চিম সীমানা দিয়ে। দক্ষিণে রয়েছে ফারুকি রোড বা আকড়া রোড এবং পশ্চিমে জেলিয়াপাড়া রোড, বাগদিপাড়া রোড, আকরা মাউজা এবং ভাঙ্গা খাল রোডের পূর্ব সীমানা।

২০০৫ সালে এই ওয়ার্ডে পুরভোটে জয়লাভ করেন মমতাজ বেগম। কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি। পরের বার অর্থাৎ, ২০১০ সালেও তিনিই জয়লাভ করেন। ২০১৫ সালও এই ওয়ার্ডের দখল ধরে রাখে কংগ্রেস। কাউন্সিলর হন আবু তারেক।

উল্লেখ্য়, ২০১৫ সালে কলকাতা পুর এলাকার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টিতেই জয় পায় তৃণমূল। সেই ভোটে বামেরা পেয়েছিল ১৫টি ওয়ার্ড। বিজেপি ৭টি। কংগ্রেস জয়লাভ করে ৫টি ওয়ার্ডে। বাকি ৩টি ওয়ার্ডে জয়ী হন নির্দল প্রার্থীরা। এর পরে দু’টি নির্বাচন হয়েছে। ২০১৯-এর লোকসভা ও ২০২১-এর বিধানসভা ভোট। তারও পরে কলকাতার ভবানীপুর আসনে গত সেপ্টেম্বরেই উপনির্বাচন হয়েছে। জিতেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২১ পুরসভা ভোট: ২০২১ পুরভোটে তৃণমূল শিবিরের পাখির চোখ রয়েছে এই ওয়ার্ড। তৃণমূল প্রার্থী করেছে . আবু মহম্মদ তারিককে। বিজেপি প্রার্থী করেছে মহম্মদ সালাউদ্দিনকে। সিপিএমের প্রার্থী এখানে মহম্মাদ জামির।

মেটিয়াবুরুজ-কাঁঠালবেড়িয়া || ওয়ার্ড নম্বর- ১৪০ (বোরো- ১৫) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল আবু মহম্মদ তারিক ১১১৮৬ ৫৭.৬৩ ৩৬.৭৮
বিজেপি মহম্মদ সালাউদ্দিন ১৫৪ ০.৭৯ ৭.২২
বাম মহম্মাদ জামির ৫৮০ ২.৯৯ ১৩.৫৮
কংগ্রেস আব্দুল আলি জাহাঙ্গির ৩৯৮৭ ২০.৫৪ ৪০.৭১
অন্যান্য ৩৫০৪ ১৭.২৬  ১.৭০
মেটিয়াবুরুজ-কাঁঠালবেড়িয়া || ওয়ার্ড নম্বর- ১৪০ (বোরো- ১৫) ||২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল মইনুল হক চৌধুরি ৭৩১৩ ৩৬.৭৮
বিজেপি সত্যব্রত মণ্ডল ১৪৩৬ ৭.২২
বাম ইকবাল হোসেন গাজি ২৭০০ ১৩.৫৮
কংগ্রেস আবু মহম্মদ তারিক ৮০৯৫ ৪০.৭১
অন্যান্য ৩৩৮ ১.৭০