কলকাতা: রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অধীন এই ৮১ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে পূর্ব রেলওয়ের বজ বজ লাইন এবং নৌকা খাল, পূর্ব দিকে রয়েছে দেশপ্রাণ সাশমল রোড, টালিগঞ্জ সার্কুলার রোড। দক্ষিণে এসএন রায় রোড রয়েছে এবং পশ্চিমে ডায়মন্ড হারবার রোড। ওয়ার্ডটি কলকাতা পুলিশের চারু মার্কেট এবং নিউ আলিপুর থানা এলাকার মধ্যে অবস্থিত। মূলত নিউ আলিপুর, টালিগঞ্জ ও সার্কুলার রোড নিয়েই এই ওয়ার্ড। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ৪১ হাজার ৫০১।
মূলত রাসবিহারী অঞ্চল তৃণমূলের শক্ত ঘাঁটি। এই কেন্দ্রের বিধায়ক পুরভোটেরই আর এক প্রার্থী দেবাশিস কুমার। আর ৮১ নম্বর ওয়ার্ড অনেক দিন ধরেই রয়েছে বিশ্বাস পরিবারের দখলে। একসময় এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন অরূপ বিশ্বাস। পরে ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস। তাই এই ওয়ার্ড নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। এই ওয়ার্ডেও মহিলা প্রার্থীদের লড়াই। বিজেপির হয়ে লড়বেন দিত্যা কর ও বামেদের প্রার্থী রিঙ্কু দে।
রাসবিহারী-নিউ আলিপুর || ওয়ার্ড নম্বর- ৮১ (বোরো- ১০) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
জুঁই বিশ্বাস |
১৮০২৯ |
৭১.৮৫ |
৪৮.২৫% |
বিজেপি |
দ্বিতীয়া কর |
২৬২৪ |
১০.৪৬ |
৩৬.৬৬% |
বাম |
রিঙ্কু দে |
১৪৪৬ |
৫.৭৬ |
১১.১৬%- |
কংগ্রেস |
অনিন্দিতা পাল (তানিয়া) |
২৭৯৫ |
১১.১৪ |
২.৯৫% |
অন্যান্য |
– |
১৯৯ |
০.৮০ |
০.৯৮% |
রাসবিহারী-নিউ আলিপুর || ওয়ার্ড নম্বর- ৮১ (বোরো- ১০) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
জুঁই বিশ্বাস |
১২১৫১ |
৪৮.২৫% |
বিজেপি |
শ্বেতা মেহতা |
৯২৩২ |
৩৬.৬৬% |
বাম |
সৌমিতা চক্রবর্তী |
২৮১১ |
১১.১৬% |
কংগ্রেস |
দেবযানী কুণ্ডু |
৭৪২ |
২.৯৫% |
অন্যান্য |
– |
২৪৮ |
০.৯৮% |