কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipality) ১২৬ নম্বর ওয়ার্ডটি কলকাতা পৌরসংস্থার বরো নং ১৬ (আগের ১৪)-র একটি প্রশাসনিক বিভাগ। অঞ্চলটি সরশুনা এবং পশ্চিম বড়িশা নিয়ে গঠিত। ১২৬ নম্বর ওয়ার্ডের উত্তরে রয়েছে হো-চি-মিন সরণি। পূর্বদিকে ডায়মন্ড হারবার রোড। দক্ষিণে আছে কালীটোলা রোড, নারায়ণ রায় রোড, কে কে রায় রোড এবং পশ্চিম বরিশা মৌজা এবং পশ্চিমে পশ্চিম বরিশা এবং সরশুনা মৌজা, বাগপোটা রোড, যাদব ঘোষ রোড এবং সরসুনা মেইন রোড।
গত পুরভোটের ফলাফল: ২০০৫ সালে ১২৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন তৃণমূলের শ্যামাদাস রায়। পরে ২০১০ এবং ২০১৫ সালেও তৃণমূলের আধিপত্য কায়েম রয়েছে এই ওয়ার্ডে। ২০১০ এবং ২০১৫, দুই পুরভোটে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে কাউন্সিলর হন শিপ্রা ঘটক।
উল্লেখ্য, সাড়ে ছয় বছর আগে ২০১৫ সালে কলকাতা পুরসভার ভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টি আসনে জয়ী হয়ে ছোট লালবাড়ি দখল করেছিল তৃণমূল কংগ্রেস। ১৫টি ওয়ার্ডে জয়ী হয়েছিলেন বামফ্রন্ট প্রার্থীরা। বিজেপি জিতেছিল ৭টি ওয়ার্ডে আর কংগ্রেস জিতেছিল পাঁচটি ওয়ার্ডে। তিনটি ওয়ার্ডে জিতেছিলেন নির্দল প্রার্থীরা। তবে ভোটের পরে বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট ছাড়ার হিড়িক পড়ে যায়। নির্দল প্রার্থীরাও এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে নাম লিখিয়েছিলেন শাসক শিবিরে। তৃণমূলের শক্তি বেড়ে হয়েছিল ১২৬।
২০২১ সালের পুরভোট: এবার ১২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছে ঘনশ্রী বাগকে। অন্যদিকে বিজেপি টিকিট দিয়েছে প্রদীপ রায়কে। সিপিএম ১২৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছে বিমান গুহ ঠাকুরতাকে।
সরশুনা-বড়িশা || ওয়ার্ড নম্বর- ১২৬ (বোরো- ১৬) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
ঘনশ্রী বাগ |
১৪১৬০ |
৭০.৬৪ |
৪৩.৭২ |
বিজেপি |
প্রদীপ রায় |
১৭৯৯ |
৮.৯৭ |
১৩.৩২ |
বাম |
বিমান গুহ ঠাকুরতা |
৩৫৬০ |
১৭.৭৬ |
৩৫.৫৯ |
কংগ্রেস |
শুভাশিস কর |
২৯৬ |
১.৪৮ |
২.২২ |
অন্যান্য |
– |
৯০ |
০.৪৫ |
৫.১৫ |
সরশুনা-বড়িশা || ওয়ার্ড নম্বর- ১২৬ (বোরো- ১৬)|| ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
শিপ্রা ঘটক |
৮৯৩২ |
৪৩.৭২ |
বিজেপি |
সাবিত্রী দত্ত |
২৭২২ |
১৩.৩২ |
বাম |
প্রিয়াঙ্কা সরকার দে |
৭২৭২ |
৩৫.৫৯ |
কংগ্রেস |
সংঘমিত্রা রায় |
৪৫৪ |
২.২২ |
অন্যান্য |
– |
১০৪৯ |
৫.১৫ |