Ward No 131 Behala Paschim KMC Election Result 2021 LIVE: ১৩১-এ এগিয়ে তৃণমূলের রত্না, বাকিরা দাগ কাটতে পারবেন?

KMC Election Result 2021, Ward 131 Behala Paschim LIVE Counting: কলকাতা পুরভোটকে সামনে রেখে দিনরাত এক করে খাটছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। ৭ মাস আগেই বিধানসভা ভোটে জিতে বিধায়ক হয়েছেন তিনি।

Ward No 131 Behala Paschim KMC Election Result 2021 LIVE: ১৩১-এ এগিয়ে তৃণমূলের রত্না, বাকিরা দাগ কাটতে পারবেন?
অলংকরণ: অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 2:01 AM

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipality) ১৩১ নম্বর ওয়ার্ডটি অবস্থিত বেহালা পশ্চিম এলাকায়। বেহালা পশ্চিম বিধানসভা এবং কলকাতা দক্ষিণ লোকসভা এলাকার এই ওয়ার্ডটি মূলত পর্ণশ্রী এলাকা নিয়ে। ১৩১ নম্বর ওয়ার্ডের উত্তরে উপেন্দ্রনাথ ব্যানার্জি রোড এবং বনমালি নস্কর রোড। দক্ষিণে রয়েছে মহারানি ইন্দিরা দেবী রোড ও নেতাজি সুভাষ চন্দ্র বোস রোড। পূর্বে আছে ডায়মন্ড হারবার রোড এবং পশ্চিমে বেচারাম চ্যাটার্জি রোড, বেহালা ফ্লাইং ইনস্টিটিউট।

গত পুরসভা ভোটের ফলাফল: ২০০৫ সালের কলকাতা পুরভোটে ১৩১ নম্বর ওয়ার্ড থেকে জিতে কাউন্সিলর হন শোভা ঘোষ। তৃণমূলের টিকিটে লড়েছিলেন তিনি। তার পর ২০১০ সালের পুরভোটে এই ওয়ার্ডে জিতে কাউন্সিলর হন শোভন চট্টোপাধ্যায়। ২০১৫ সালের পুরভোটেও এই ওয়ার্ডে জেতেন কলকাতার প্রাক্তন মেয়র।

২০২১ পুরভোট: কলকাতা পুরভোটকে সামনে রেখে দিনরাত এক করে খাটছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। ৭ মাস আগেই বিধানসভা ভোটে জিতে বিধায়ক হয়েছেন তিনি। এবার এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। ২০১৫-র পুরভোটে এই ওয়ার্ড থেকে জিতেছিলেন রত্নার স্বামী ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। এদিকে বিজেপি প্রার্থী করেছে রবীন রায়কে। আর সিপিএম ১৩১ নম্বর ওয়ার্ডে টিকিট দিয়েছে রঞ্জন দাশগুপ্তকে।

বেহালা-পর্ণশ্রী || ওয়ার্ড নম্বর- ১৩১ (বোরো- ১৪) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল রত্না চট্টোপাধ্যায়  ১৩২০৭ ৭১.০২ ৫৩.১২
বিজেপি রবীন রায়  ২০৬৭  ১১.১১ ২১.৭২
বাম রঞ্জন দাশগুপ্ত  ৩০০০  ১৬.১৩ ২১.৮৯
কংগ্রেস সুবীর মণ্ডল  ২১৪  ১.১৫ ২.১৮
অন্যান্য ১০৯  ০.৫৯ ১.০৯
বেহালা-পর্ণশ্রী || ওয়ার্ড নম্বর- ১৩১ (বোরো- ১৪) |||| ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল  শোভন চ্যাটার্জি  ১০,৭০৯  ৫৩.১২
বিজেপি বিক্রম ব্যানার্জি ৪৩৮০ ২১.৭২
বাম  রঞ্জন দাশগুপ্ত ৪,৪১৪  ২১.৮৯
কংগ্রেস অমিত চ্যাটার্জি ৪৪০  ২.১৮
অন্যান্য   নির্দল ২১৩  ১.০৯