AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ward No 130 Behala KMC Election Result 2021 LIVE: এবার জিতলেই ১৩০ নম্বর ওয়ার্ডে হ্যাটট্রিক তৃণমূলের অভিজিতের

KMC Election Result 2021, Ward 130 Behala LIVE Counting: এবারও ১৩০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছে সেই অভিজিৎ মুখার্জিকেই। হ্যাটট্রিকের সামনে তিনি।

Ward No 130 Behala KMC Election Result 2021 LIVE: এবার জিতলেই ১৩০ নম্বর ওয়ার্ডে হ্যাটট্রিক তৃণমূলের অভিজিতের
অলংকরণ: অভীক দেবনাথ
| Edited By: | Updated on: Dec 23, 2021 | 1:51 AM
Share

কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipality) ১৩০ নম্বর ওয়ার্ডটি ১৪ নম্বর বোরোর অংশ। বেহালার ম্যান্টন সুপার মার্কেট, বক্সিবাগান (Manton Super Market-Bakshi Bagan-Unique Park) এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ড। আর বেহালা পশ্চিম বিধানসভার অংশ।

১৩০ ওয়ার্ডের উত্তরে নেতাজি সুভাষ রোড এবং দক্ষিণে রয়েছে ফকিরপাড়া রোড। পূর্বে আছে ডায়মন্ড হারবার রোড আর পশ্চিমে গোলপাড়া রোড এবং কাজিপাড়া রোড অবস্থিত।

গত পুরভোটের ফলাফল: গত তিনটি পুরভোট থেকে ১৩০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য রয়েছে। ২০০৫ সালের পুরভোটে জয়ী হয়ে কাউন্সিলর হন শ্রীলা ব্যানার্জি। ২০১০ সালে জিতে কাউন্সিলর হন তৃণমূলের অভিজিৎ মুখার্জি। পরের বার অর্থাৎ, ২০১৫ সালের ভোটেও তিনি জয়লাভ করেন।

২০২১ সালের পুরভোট: এবারও ১৩০ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছে সেই অভিজিৎ মুখার্জিকেই। হ্যাটট্রিকের সামনে তিনি। পারবেন কি বিজেপি প্রার্থী শুভাশিস কর ও সিপিএমের পার্থ সারথী রায়কে হারিয়ে তৃতীয় বারের জন্য কাউন্সিলর হতে?

উল্লেখ্য, সাড়ে ছয় বছর আগে ২০১৫ সালে কলকাতা পুরসভার ভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টি আসনে জয়ী হয়ে ছোট লালবাড়ি দখল করেছিল তৃণমূল কংগ্রেস। ১৫টি ওয়ার্ডে জয়ী হয়েছিলেন বামফ্রন্ট প্রার্থীরা। বিজেপি জিতেছিল ৭টি ওয়ার্ডে আর কংগ্রেস জিতেছিল পাঁচটি ওয়ার্ডে। তিনটি ওয়ার্ডে জিতেছিলেন নির্দল প্রার্থীরা। তবে ভোটের পরে বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট ছাড়ার হিড়িক পড়ে যায়। নির্দল প্রার্থীরাও এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে নাম লিখিয়েছিলেন শাসক শিবিরে। তৃণমূলের শক্তি বেড়ে হয়েছিল ১২৬।

বেহালা-বক্সীবাগান || ওয়ার্ড নম্বর- ১৩০ (বোরো- ১৪) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল অভিজিৎ মুখার্জি ৯২৫৩ ৭২.২৬  ৫৫.১৩
বিজেপি শুভাশিস কর ১১৩১  ৮.৮৩  ২১.০৯
বাম পার্থ সারথী রায়  ২০৩৭  ১৫.৯১ ১৯.৬৮
কংগ্রেস গোষ্ঠ বিহারী জানা ২৬৬  ২.০৮ ২.৯৮
অন্যান্য নির্দল ১১৮ ০.৯২  ১.১৪
কাশীপুর-বেলগাছিয়া || ওয়ার্ড নম্বর- ১ (বোরো- ১) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল অভিজিৎ মুখোপাধ্যায় ৭৯৯৯ ৫৫.১৩
বিজেপি শুভজ্যোতি মিশ্র ৩০৫৮ ২১.০৯
বাম তপন কুমার বসু ২৮৫৫ ১৯.৬৮
কংগ্রেস সৌগত চট্টোপাধ্যায় ৪৩০ ২.৯৮
অন্যান্য ১৬৫ ১.১৪