Ward No. 2 Kashipur Belgachhia KMC Election Result 2021 LIVE: শান্তনুর দেখানো পথেই কাকলি, জমজমাট লড়াইয়ে ২ নম্বর ওয়ার্ডে জয়ী ঘাসফুল

KMC Election Result 2021, Ward LIVE Counting:

Ward No. 2 Kashipur Belgachhia KMC Election Result 2021 LIVE:  শান্তনুর দেখানো পথেই কাকলি, জমজমাট লড়াইয়ে ২ নম্বর ওয়ার্ডে জয়ী ঘাসফুল
২ নম্বর ওয়ার্ডে পুরনির্বাচন, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2021 | 10:35 PM

কলকাতা:  এই ওয়ার্ডটি কলকাতা পুরসভার (Kolkata Municipal) অন্তর্গত সবচেয়ে বড় ওয়ার্ড। এটি কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের (Kashipur Belgachhia Assembly) অন্তর্গত। ২ নম্বর ওয়ার্ডের উত্তর দিকে কালীচরণ ঘোষ রোড, পূর্ব দিকে পূর্বরেলের লাইন, দক্ষিণ দমদম রোড ও পশ্চিমে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড।

বামজমানায় এই ওয়ার্ডে কাস্তে-হাতুড়ির বিস্তর প্রভাব থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের সরকারের আমলে এই ওয়ার্ডে বৃহত্‍ জয়লাভ হয়েছে ঘাসফুলের।

২০০৫ সালে এই ওয়ার্ডে সিপিএমের বিষ্ণুপদ ঘোষ জয়লাভ করলেও ২০১০ থেকে লাগাতার এই ওয়ার্ডে জয়ের হাসি হেসেছে তৃণমূল কংগ্রেস। ২০১০-এ ড. শান্তনু সেন এই ওয়ার্ড থেকেই জয়লাভ করেন। ২০১-তে তৃণমূলের তরফে প্রার্থী হয়ে জয়ী হন পুষ্পালি সিনহা। সেবার, শান্তনু ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব দেওয়া হয়।

২০১৫ সালের পুরভোটের নিরিখে এই ওয়ার্ডে তৃণমূলের আসন পরিবর্তন প্রায় ১৯। সেখানে সিপিএম পিছিয়ে হয় ১৮। এগিয়ে আসে বিজেপি।

এবছর. অর্থাত্‍, ‘২১-এর পুরভোটে এই ওয়ার্ডে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন ড. শান্তনু সেনের স্ত্রী কাকলি সেন। কাকলির টিকিটপ্রাপ্তি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পরিবারতন্ত্রেরও অভিযোগ ওঠে। যদিও সেসব সরিয়ে রেখেই প্রচারে মন দিয়েছেন কাকলি।

তিনি জানিয়েছেন, শান্তনু সেন যে জায়গায় ছেড়ে গিয়েছেন, সেখানে প্রত্যাশাপূরণ করাই তাঁর কাছে বড় চ্যালেঞ্জ । জল জমার সমস্যা এই ওয়ার্ডে অন্যতম ৷ সেটা অবশ্য মেনে নিচ্ছেন তিনি ৷ আগামিদিনে সব সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছেন তিনি ৷

অন্য়দিকে বিজেপির তরফে অভিযোগ করে বলা হয়েছে, শান্তনু সেন দুর্নীতিগ্রস্ত বলেই তাঁকে প্রার্থী টিকিট দেওয়া হয়নি। কিন্তু, বকলমে ক্ষমতায়নে শান্তনুর স্ত্রীর হাতেই টিকিট দেওয়া হয়েছে। এই ওয়ার্ডে হাড্ডাহাড্ডি লড়াইয় তৃণমূল বিজেপি ও সিপিএমের।

২০২১-এ ২ নম্বর ওয়ার্ডে পুরভোটের প্রার্থী তালিকা:

এই ওয়ার্ডে তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাকলি সেন। বিজেপির তরফে রয়েছেন রাজেন্দ্রপ্রসাদ সাউ এবং সিপিএমের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবলিনা সরকার।

সিঁথি-সবজিবাগান || ওয়ার্ড নম্বর- ২ (বোরো- ১) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল কাকলি সেন ২৭,৫০৩ ৮৩.৫১ ৬১.৯৫
বিজেপি রাজেন্দ্র সাউ ১৮৩৭ ৫.৫৮ ১৬.১৩
বাম দেবলীনা সরকার ৩১৬৮ ৯.৬২ ১৮.৯০
কংগ্রেস রথীন্দ্রনাথ পাল ২৫৬ ০.৭৮ ১.৬৬
অন্যান্য সন্দীপ রায় চৌধুরী

সুনীল শ

৫৩

১১৮

০.১৬

০.৩৬

১.৩৬
সিঁথি-সবজিবাগান || ওয়ার্ড নম্বর- ২ (বোরো- ১) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল পুষ্পালী সিনহা ১৮,৩৯৯ ৬১.৯৫
বিজেপি সমিতা চ্যাটার্জি  ৪,৭৯২ ১৬.১৩
বাম শান্তা পাল ৫,৬১১ ১৮.৯০
কংগ্রেস মিঠু চক্রবর্তী ৪৯২ ১.৬৬
অন্যান্য ৪০৫ ১.৩৬