Ward No. 22 Jorasanko Posta KMC Election Result 2021 LIVE: পদ্মের শক্ত ঘাঁটি অটুট, এ বারেও জয়ী মীনাদেবী পুরোহিত
KMC Election Result 2021, Ward LIVE Counting:
KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: ২২ নং ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার ৪ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। কলকাতা শহরের মধ্যাংশে পোস্তা অঞ্চলের কিয়দংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
২২ নং ওয়ার্ডের সীমানা নিম্নরূপ: উত্তর দিকে হুগলি নদীর তীর থেকে পোর্ট ট্রাস্ট রোড ধরে কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট ও দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট; পূর্ব দিকে যদুলাল মল্লিক রোড, যোগেন্দ্র কবিরাজ রো, কলাকার স্ট্রিট ও জগমোহন মল্লিক স্ট্রিট; দক্ষিণ দিকে পোর্ট ট্রাস্ট রোড থেকে মহাত্মা গান্ধী রোড ও হুগলি নদী পর্যন্ত কটন স্ট্রিট এবং পশ্চিম দিকে হুগলি নদী ও মহর্ষি দেবেন্দ্র রোড।
বিজেপির একচ্ছত্র ক্ষমতা এই ওয়ার্ডে। ২০০৫ থেকে ২০১৫. লাগাতার এই ওয়ার্ডে জয়যুক্ত হয়েছেন মীনাদেবী পুরোহিত। এ বারেও বিজেপির তরফে প্রার্থী তিনিই। একুশের বিধানসভা নির্বাচনেও অংশ নিয়েছিলেন মীনাদেবী পুরোহিত। যদিও, তৃণমূলের তরফে বিবেক গুপ্তার কাছে পরাস্ত হন তিনি। এই এলাকায় হিন্দিভাষী ভোটারদের একটি বড় ভূমিকা রয়েছে।
২০২১-এ পুরভোটে যাঁরা ২২ নম্বর ওয়ার্ডে প্রার্থী:
বিজেপির তরফে লড়ছেন মীনাদেবী পুরোহিত। তৃণমূলের তরফে লড়ছেন শ্যামপ্রকাশ পুরোহিত। সিপিএমের তরফে যদিও প্রার্থী দেওয়া হয়নি।
২২ নম্বর ওয়ার্ডে আবারও বিজেপি ভরসা রাখছেন মীনাদেবী পুরোহিতেই। পাঁচবারের কাউন্সিলর মীনাদেবী। পুরভোটে জেতার রেকর্ড রয়েছে তাঁর। এক সময় কলকাতা পুরসভার ডেপুটি মেয়রও ছিলেন। একই ভাবে উল্লেখযোগ্য নাম সজল ঘোষের।
জোড়াসাঁকো-পোস্তা || ওয়ার্ড নম্বর- ২২ (বোরো- ৪) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | শ্যামপ্রকাশ পুরোহিত | ২২৭৭ | ৩৫.৭৬ | ১৬.৪৩ |
বিজেপি | মীনাদেবী পুরোহিত | ৩৮০০ | ৫৯.৬৮ | ৭১.৮০ |
বাম | – | – | – | ৩.৯০ |
কংগ্রেস | নাগেশ সিং | ২৪৭ | ৩.৮৮ | ৩.৩০ |
অন্যান্য | – | – | – | ৪.৫৭ |
জোড়াসাঁকো-পোস্তা || ওয়ার্ড নম্বর- ২২ (বোরো- ৪) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | দীনেশ বাজাজ | ১,১৫৮ | ১৬.৪৩ |
বিজেপি | মীনা দেবী পুরোহিত | ৫,০৫৭ | ৭১.৮০ |
বাম | সত্যনারায়ণ সিং | ২৭৫ | ৩.৯০ |
কংগ্রেস | ঘনশ্যাম মিশ্রা | ২৩০ | ৩.৩০ |
অন্যান্য | – | ২৬৭ | ৪.৫৭ |