Ward No.5 Kashipur Belgachhia Chitpur KMC Election Result 2021 LIVE: তৃণমূলের শক্ত ঘাঁটি রইল অটুট, জয়ী তরুণ সাহা

KMC Election Result 2021, Ward LIVE Counting: ২০০৫ থেকেই এই ওয়ার্ডে জয়ের মুখ দেখেছে তৃণমূল। সেবার ঘাসফুলের তরফে জয়ী হন মালা রায়

Ward No.5 Kashipur Belgachhia Chitpur KMC Election Result 2021 LIVE: তৃণমূলের শক্ত ঘাঁটি রইল অটুট, জয়ী তরুণ সাহা
কলকাতা পুরভোট, অলঙ্করণ: অভিজিত্‍ বিশ্বাস
Follow Us:
| Edited By: | Updated on: Dec 30, 2021 | 10:43 PM

কলকাতা: ৫ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থার ১ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের উত্তরাংশে টালা, বেলগাছিয়া ও চিৎপুর অঞ্চলের অংশবিশেষ নিয়ে গঠিত। ৫ নং ওয়ার্ড হল কলকাতার পৌর-প্রশাসনের একটি নির্বাচনী ক্ষেত্র এবং কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অংশ।

৫ নং ওয়ার্ডের উত্তর দিকে রয়েছে পাইকপাড়া রাজা মণীন্দ্র রোড ও জীবনকৃষ্ণ ঘোষ রোড; পূর্ব দিকে রয়েছে অনাথনাথ দেব লেন, ইন্দ্র বিশ্বাস রোড ও পূর্ব রেল লাইন; দক্ষিণ দিকে রয়েছে ক্ষুদিরাম বসু সরণি, নিউ ক্যানাল ও সার্কুলার ক্যানাল এবং পশ্চিম দিকে রয়েছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড।

২০০৫ থেকেই এই ওয়ার্ডে জয়ের মুখ দেখেছে তৃণমূল। সেবার ঘাসফুলের তরফে জয়ী হন মালা রায়। পরবর্তীতে ২০১০ ও ২০১৫ সালে দুইবারই এই ওয়ার্ড থেকে জয়ী হন তরুণ সাহা।

২০২১-এ ৫ নম্বর ওয়ার্ডে যাঁরা প্রার্থী হলেন

তৃণমূলের তরফে এ বারেও এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইবারের বিজয়ী কাউন্সিলর তরুণ সাহা। বিজেপির তরফে নির্বাচিত হয়েছেন রাম যাদব এবং সিপিএমের তরফে রমেশ পাণ্ডে।

কাশীপুর-বেলগাছিয়া-চিৎপুর || ওয়ার্ড নম্বর- ৫ (বোরো- ১) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল তরুণ সাহা ১১,১০৭ ৮৩.৭৪ ৭০.৩৬
বিজেপি শ্রীরাম যাদব ৯০৩ ৬.৮১ ১০.৩৪
বাম রমেশ পাণ্ডে ১০৩৩ ৭.৭৯ ১৫.৬০
কংগ্রেস রাম কুমার ঝা ১৪৫ ১.০৯ ২.৬৬
অন্যান্য ৭৫ ০.৫৭ ১.০৪
কাশীপুর-বেলগাছিয়া-চিৎপুর || ওয়ার্ড নম্বর- ৫ (বোরো- ১) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল তরুণ সাহা ১০,১৭৬ ৭০.৩৬
বিজেপি স্বপন চক্রবর্তী ১,৪৯৬ ১০.৩৪
বাম প্রতীপ দাশগুপ্ত ২,২৫১ ১৫.৬০
কংগ্রেস প্রদীপ রায় ৩৮৬ ২.৬৬
অন্যান্য  ১৫৪ ১.০৪