কলকাতা: ১৪ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থার ৩ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। কলকাতা শহরের উত্তরাংশে উল্টোডাঙা ও বাগ্মারি অঞ্চলের কিয়দংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly) অন্তর্গত।
১৪ নং ওয়ার্ডের সীমানা নিম্নরূপ: উত্তর দিকে হরিশ নিয়োগী রোড, বিধাননগর রোড ও বারীন ঘোষ সরণি; পূর্ব দিকে পূর্ব রেল লাইন, রামকান্ত সেন লেন ও বাগমারি রোড; দক্ষিণ দিকে বাগমারি রোড ও সতিন সেন রোড এবং পশ্চিম দিকে হরিশ নিয়োগী রোড ও সার্কুলার খাল।
২০০৫ সালে এই ওয়ার্ডে জয়ী হন কল্যাণ মুখোপাধ্যায়। ২০১০ সালে তৃণমূলের তরফে এই ওয়ার্ডে জয়লাভ করেন অমল চক্রবর্তী। পরের বার ২০১৫-তেও প্রার্থী হন অমল ও জয়লাভ করেন।
২০২১-এ পুরভোটে যাঁরা প্রার্থী হলেন
তৃণমূলের তরফে প্রার্থী হলেন অমল চক্রবর্তী। বিজেপির তরফে প্রার্থী হয়েছেন দেবরাজ সাহা। সিপিএমের তরফে এই ওয়ার্ডে লড়ছেন স্বপন ঘোষ।
মানিকতলা-বাগমারী || ওয়ার্ড নম্বর- ১৪ (বোরো- ৩) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
অমল চক্রবর্তী (ভোলা) |
২৩০৮০ |
৭৬.০৫ |
৫৬.০৬ |
বিজেপি |
দেবরাজ সাহা |
২৫৬২ |
৮.৪৪ |
১০.৫৬ |
বাম |
স্বপন ঘোষ |
৩৬৫১ |
১২.০৩ |
২৭.৬১ |
কংগ্রেস |
পলাশ কুমারী সাহা |
৪৫৮ |
১.৫১ |
৩.৯৩ |
অন্যান্য |
– |
২৪৪ |
০.৮০ |
১.৮৪ |
মানিকতলা-বাগমারী || ওয়ার্ড নম্বর- ১৪ (বোরো- ৩) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
অমল চক্রবর্তী |
১৮,৪৫৫ |
৫৬.০৬ |
বিজেপি |
সুনীল রায় |
৩,৪৭৭ |
১০.৫৬ |
বাম |
কল্যাণ মুখার্জি |
৯,০৯১ |
২৭.৬১ |
কংগ্রেস |
বিশ্বদেব কর্মকার |
১,২৯৪ |
৩.৯৩ |
অন্যান্য |
– |
৫৯৯ |
১.৮৪ |