Ward No. 16 Maniktala Goabagan KMC Election Result 2021 LIVE : ১৬ নম্বর ওয়ার্ডে বরাবর ক্ষমতায় ঘাসফুল

KMC Election Result 2021, Ward LIVE Counting:

Ward No. 16 Maniktala Goabagan KMC Election Result 2021 LIVE : ১৬ নম্বর ওয়ার্ডে বরাবর ক্ষমতায় ঘাসফুল
কলকাতা পুরভোট, অলঙ্করণ: অভিজিত্‍ বিশ্বাস
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 2:34 PM

কলকাতা: ১৬ নং ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার ২ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি শহরের উত্তরাংশের মানিকতলা ও গোয়াবাগান অঞ্চলের কিয়দংশ নিয়ে গঠিত। এটি মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly) অন্তর্গত।

১৬ নং ওয়ার্ডের সীমানা নিম্নরূপ: উত্তর দিকে রাজা রাজকৃষ্ণ রোড। পূর্ব দিকে আচার্য প্রফুল্লচন্দ্র রোড। দক্ষিণ দিকে অভেদানন্দ রোড। পশ্চিম দিকে বিধান সরণি।

এই ওয়ার্ডে প্রথম থেকেই তৃণমূলের আধিপত্য। ২০০৫ সালে এই ওয়ার্ডে প্রার্থী হন তৃণমূলের তরফে শুক্লা ভোড়। পরেরবার ২০১০-এও জয়ী হন তিনি। ২০১৫তে তৃণমূলের তরফে জয়ী হন সাধন সাহা। সে বার শুক্লা ১৫ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

২০২১-এ পুরভোটে প্রার্থী হলেন যাঁরা

তৃণমূলের তরফে রয়েছেন স্বপন দাস। বিজেপির তরফে লড়ছেন শরত্‍ সিং। সিপিএমের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৃজিত দেব।

তৃণমূলের বিদায়ী কাউন্সিলরদের মধ্যে ৩৫ জনের নাম বাদ গিয়েছে। সেখানে নতুন মুখ আনা হয়েছে। এ ছাড়াও চারজন কাউন্সিলর প্রয়াত হয়েছেন। সেই জায়গাতে স্বভাবতই নতুন প্রার্থী দিয়েছে দল। এই ৩৫ জনের মধ্যে উত্তর কলকাতা থেকে বাদ পড়েছে ১৭ জন কাউন্সিলরের নাম। দক্ষিণ কলকাতায় তালিকাটা ১৮ জনের নামের।

বিজেপির তালিকায় উল্লেখযোগ্য ভাবে গুরুত্ব পেয়েছে মহিলা প্রার্থীর নাম। ৫০টি ওয়ার্ডের বেশি জায়গায় পদ্ম শিবিরের মুখ মহিলারা। একই সঙ্গে তরুণ মুখ রয়েছে ৪৮টি।

মানিকতলা-গোয়াবাগান || ওয়ার্ড নম্বর- ১৬ (বোরো- ২) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল স্বপন কুমার দাস ৭৯২২ ৭৬.৬৭ ৫৩.৮৫
বিজেপি শরদ কুমার সিং ১১১৪ ১০.৭৮ ২৫.৯২
বাম সুজিত দেব ৮৫৭ ৮.২৯ ১৪.৮০
কংগ্রেস রবি সাহা ৩৩৯ ৩.২৮ ২.৭০
অন্যান্য ২.৭৩
মানিকতলা-গোয়াবাগান || ওয়ার্ড নম্বর- ১৬ (বোরো- ২) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল সাধন সাহা ৫,৭৪২ ৫৩.৮৫
বিজেপি কুন্দন জয়সোয়াল ২, ৭৬৪ ২৫.৯২
বাম সুজিত দেব ১,৫৭৮ ১৪.৮০
কংগ্রেস রমা শঙ্কর কুমার ২৮৫ ২.৭০
অন্যান্য ২৯৪ ২.৭৩