AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ward No. 11 Maniktala Hatibagan KMC Election Result 2021 LIVE: অতীন ঘোষের ওয়ার্ডে সবুজ ঢেউ

KMC Election Result 2021, Ward LIVE Counting:

Ward No. 11 Maniktala Hatibagan KMC Election Result 2021 LIVE: অতীন ঘোষের ওয়ার্ডে সবুজ ঢেউ
কলকাতা পুরভোট, অলঙ্করণ: অভিজিত্‍ বিশ্বাস
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 2:23 PM
Share

কলকাতা: ১১ নম্বর ওয়ার্ডটি কলকাতা পুরসভার ১ নম্বর বরোর অন্তর্গত। মানিকতলা বিধানসভার হাতিবাগানমুখী এই ওয়ার্ডে বরাবরই দাপট দেখিয়েছে তৃণমূল (TMC)।

আসরে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বাম- সব পক্ষই। কলকাতা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে এ বার জমজমাট ভোটযুদ্ধ। এলাকার বিধায়ক এবং বিদায়ী কাউন্সিলর হওয়ার সৌজন্যে যদিও এই ওয়ার্ডে অতীন ঘোষের প্রভাব বিস্তর।

দীর্ঘদিনের রাজনীতিক অতীন। ডেপুটি মেয়রের দায়িত্বও সামলেছেন তিনি। আবার পুরসভার স্বাস্থ্য বিভাগের গুরুদায়িত্বও ছিল তাঁর হাতে। গত বিধানসভা ভোটে জিতে বিধায়ক হওয়ার পর পুরভোটেও এ বার তাঁর উপরই ভরসা রেখেছে তৃণমূল।

১১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের মজবুত জনভিত্তি রয়েছে অতীনের। মাঝে এক বার সংরক্ষণের কোপ ছাড়া ১৯৮৫ সাল থেকে তিনি-ই এই ওয়ার্ডের কাউন্সিলর। এই ওয়ার্ড থেকেই সাত বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে এ বারেও নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তিনি। বিশেষ করে গত বিধানসভা ভোটে ওয়ার্ড-ভিত্তিক ফলাফলও আগাম নিশ্চিন্ত করছে ঘাসফুল শিবিরকে।

উত্তরের এই ওয়ার্ডের সর্বাঙ্গে জড়িয়ে রয়েছে পুরনো কলকাতার ছাপ। রয়েছে সাবেকি বাড়ি, আবার একটা বড়ো অংশের মানুষের বাস বস্তিতে। সব কিছুর সঙ্গে ভারসাম্য রেখেই নিজের ওয়ার্ডের উন্নয়ন এগিয়ে নিয়ে গিয়েছেন সাড়ে তিন দশকের কাউন্সিলর। বলেন, “৩৫ বছর ধরে এলাকার মানুষকে পুরপরিষেবা দিয়েছি। পুরসভায় কাজ করার মাধ্যমে মানসিক তৃপ্তি পাওয়া যায়। সরাসরি মানুষের সমস্যার সমাধান করা যায়। এটা পুরনো কলকাতার একটা ওয়ার্ড। এখানকার পরিকাঠামোও পুরনো। এখানে পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ করাটাই আসল কাজ। সেটাই করে এসেছি ৩৫ বছর ধরে”।

এলাকার মূল সমস্যাগুলোর মধ্যে অন্যতম পানীয় জল নিকাশি ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। এ ছাড়া রাস্তার আলো, বস্তির রাস্তাঘাট, শৌচালয়ে ২৪ ঘণ্টা জলের সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেন তৃণমূল প্রার্থী।

মানিকতলা-হাতিবাগান || ওয়ার্ড নম্বর- ১১(বোরো- ২) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল অতীন ঘোষ ১১,৩১৩ ৮৮.০৩ ৭৯.৮০
বিজেপি মানস সেন চৌধুরী ৮৮৭ ৬.৯০ ৯.৪২
বাম প্রদ্যোৎ নাথ ৪৩৪ ৩.৩৮ ৮.৩৪
কংগ্রেস সুমন্ত সেন ১২২ ০.৯৫ ১.১৩
অন্যান্য ১.৩১
মানিকতলা-হাতিবাগান || ওয়ার্ড নম্বর- ১১ (বোরো- ২) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল অতীন ঘোষ ১০,৮৩০ ৭৯.৮০
বিজেপি শুভাশিস বসু সর্বাধিকারী ১,২৭৯ ৯.৪২
বাম পিয়ালী পাল ১,১৩৩ ৮.৩৪
কংগ্রেস শুক্লেন্দু ঘোষ ১৫৪ ১.১৩
অন্যান্য ১৭৮ ১.৩১