AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ward No. 13 Maniktala Ultodanga KMC Election Result 2021 LIVE: লালের গড়ে ফুটল ঘাসফুল

KMC Election Result 2021, Ward LIVE Counting:

Ward No. 13 Maniktala Ultodanga  KMC Election Result 2021 LIVE: লালের গড়ে ফুটল ঘাসফুল
কলকাতা পুরভোট, অলঙ্করণ: অভিজিত্‍ বিশ্বাস
| Edited By: | Updated on: Dec 30, 2021 | 10:59 PM
Share

কলকাতা: ১৩ নং ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার ৩ নং ওয়ার্ডের একটি প্রশাসনিক বিভাগ। কলকাতা শহরের উত্তরাংশে উল্টোডাঙা অঞ্চলের কিয়দংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly) অন্তর্গত।

১৩ নং ওয়ার্ডের সীমানা নিম্নরূপ: উত্তর দিকে নিউ ক্যানেল, পূর্ব দিকে পূর্ব রেল লাইন ও হরিশ নিয়োগী রোড, দক্ষিণ দিকে বিধাননগর রোড ও হরিশ নিয়োগী রোড এবং পশ্চিম দিকে সার্কুলার খাল।

এই ওয়ার্ডে সিপিএম ক্ষমতায় থাকলেও ২০১৪-র পর থেকে হাওয়া বদলাতে শুরু করে। ২০১৫-র পুরভোটে এই ওয়ার্ডে জয়লভা করে তৃণমূল। ২০০৫ সালে এই ওয়ার্ডে সিপিএমের তরফে জয়ী হন তুহিন বেরা। ২০১০ সালে এখানে বামনেত্রী বিরতি দত্ত জয়লাভ করেন। ২০১৫ সালে এই ওয়ার্ডে জয়লাভ করেন অনিন্দ্য রাউত।

২০২১-এ পুরভোটে যাঁরা প্রার্থী হলেন

তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনিন্দ্যকিশোর রাউত। বিজেপির তরফে রয়েছেন, কুণাল ভট্টাচার্য। সিপিএমের তরফে রয়েছেন বিরতি দত্ত।

কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি (BJP) প্রার্থী হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল কুণাল ভট্টাচার্য। তিনি বলেছেন, “আমি খুবই উত্তেজিত। মানসিকভাবে নিজেকে তৈরি করেছি আগে থেকেই। আজ থেকে যুদ্ধ শুরু হবে। আমি বিজেপির আদর্শে বিশ্বাস করি। গত তিন বছর ধরে বিজেপির হয়ে কাজ করেছি। জনসংযোগ যথাসম্ভব করেছি। যুদ্ধে যারা যায় তারা হারার জন্য যায় না, জেতার জন্য যায়। আমি জেতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করব।”

মানিকতলা-উল্টোডাঙা || ওয়ার্ড নম্বর- ১৩ (বোরো- ৩) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল অনিন্দ্য কিশোর রাউত ১৮৬৬৫ ৮৮.১৩ ৪৮.১৫
বিজেপি কুণাল ভট্টাচার্য ৯৫৭ ৪.৫২ ৬.৩৬
বাম বিরতি দত্ত ১৩২৩ ৬.২৫ ৪৩.০৬
কংগ্রেস তরুণ কান্তি শীল ১২৪ ০.৫৯ ১.২৩
অন্যান্য ১১১ ০.৫২ ১.২০
মানিকতলা-উল্টোডাঙা || ওয়ার্ড নম্বর- ১৩ (বোরো- ৩) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল অনিন্দ্য কিশোর রাউত ১০,১০৭ ৪৮.১৫
বিজেপি সনৎ কুমার রায় ১,৩৩৬ ৬.৩৬
বাম বিরতি দত্ত ৯,০৩৮ ৪৩.০৬
কংগ্রেস রবি অধিকারী ২৫৯ ১.২৩
অন্যান্য ২৪৮ ১.২০