কলকাতা: ৮ নং ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার ১ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। এটি শহরের উত্তরাংশে বাগবাজার অঞ্চল নিয়ে গঠিত। এটি কলকাতা পৌর-প্রশাসনের একটি নির্বাচন কেন্দ্র এবং শ্যামপুকুর বিধানসভা (Shyampukur Assembly) কেন্দ্রের অন্তর্গত।
৮ নং ওয়ার্ডের উত্তর দিকে রয়েছে সরকারবাড়ি লেন, বোসপাড়া লেন, নিবেদিতা লেন, রামকান্ত বসু লেন, গিরিশ অ্যাভিনিয়, রবীন্দ্র সরণি ও হুগলি নদী; পূর্ব দিকে রয়েছে শচীন মিত্র লেন, রবীন্দ্র সরণি ও গোপেশ্বর পাল স্ট্রিট; দক্ষিণ দিকে রয়েছে ভূপেন্দ্র বসু অ্যাভিনিউ, শ্যামবাজার স্ট্রিট, রাজা নবকৃষ্ণ স্ট্রিট, কুমারটুলি স্ট্রিট ও দুর্গাচরণ ব্যানার্জি স্ট্রিট এবং পশ্চিম দিকে রয়েছে হুগলি নদী, গিরিশ অ্যাভিনিউ ও রবীন্দ্র সরণি।
এই ওয়ার্ডে ২০০৫ সালে সিপিএম ক্ষমতায় এলেও পরবর্তীতে তা তৃণমূলের দখলে চলে যায়। বলা যেতে পারে, এই ওয়ার্ডে একচ্ছত্র রাজ করেছেন পার্থ মিত্র। ২০১০ সালে কংগ্রেসের টিকিটে তিনি জয়লাভ করেন। পরে, তৃণমূলে যোগ দিলে ২০১৫ সালে তিনি ঘাসফুলের হয়ে এই ওয়ার্ডে যোগ দেন। ২০২১-এর পুরভোটে দলের তরফে টিকিট না পেয়ে ক্ষোভে কংগ্রেসে গিয়ে যোগ দিয়ে টিকিট পান পার্থ। সংবাদমাধ্যমের কাছেও স্পষ্টই জানান, দলের ‘হাঁড়ির খবর’ ফাঁস করতে বেশিক্ষণ লাগবে না। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই ঘরওয়াপসি করেন পার্থ। ববি হাকিমকে সঙ্গে নিয়ে স্পষ্টই বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাঁর সৈনিক হয়েই লড়তে চাই।’
২০২১-এ পুরভোটে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী যাঁরা
তৃণমূলের তরফে এই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন পূজা পাঁজা। বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোজ সিং এবং সিপিএমের তরফে রয়েছেন মাধব ঘোষ।
বাগবাজার-শোভাবাজার|| ওয়ার্ড নম্বর- ৮ (বোরো- ১) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
পূজা পাঁজা |
৭,৩৩২ |
৭৭.৪৭ |
৫৭.৮১ |
বিজেপি |
মনোজ কুমার |
৭৩১ |
৭.৭২ |
– |
বাম |
মাধব বোস |
১২৪১ |
১৩.১১ |
৩৫.৩১ |
কংগ্রেস |
তপন শীল |
৭৯ |
০.৮৩ |
৩.৮২ |
অন্যান্য |
– |
– |
– |
৩.০৬ |
বাগবাজার- শোভাবাজার|| ওয়ার্ড নম্বর- ৮ (বোরো- ১) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
পার্থ মিত্র |
৫,৮৩৭ |
৫৭.৮১ |
বিজেপি |
– |
– |
– |
বাম |
পার্থ পাইন |
৩,৫৬৫ |
৩৫.৩১ |
কংগ্রেস |
স্মরজিৎ ভট্টাচার্য |
৩৮৬ |
৩.৮২ |
অন্যান্য |
– |
৩২৮ |
৩.০৬ |