Ward No.24 Shyampukur Pathuriaghata KMC Election Result 2021 LIVE : বরাবরই এই ওয়ার্ডে রাজ করেছে তৃণমূল
KMC Election Result 2021, Ward LIVE Counting:
KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: ২৪ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থার ৪ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। কলকাতা শহরের উত্তরাংশে পাথুরিয়াঘাটা অঞ্চলের কিয়দংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
২৪ নং ওয়ার্ডের সীমানা নিম্নরূপ: উত্তর দিকে নিমতলা ঘাট স্ট্রিট; পূর্ব দিকে রবীন্দ্র সরণি; দক্ষিণ দিকে কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট এবং পশ্চিম দিকে বৈষ্ণব শেঠ স্ট্রিট, প্রসন্নকুমার ঠাকুর রোড ও যদুলাল মল্লিক রোড।
২০০৫ থেকে এই ওয়ার্ডে ক্ষমতায় রয়েছে তৃণমূল। ২০০৫ ও ২০১০-এ পরপর দুবার এই ওয়ার্ডে জয়ী হন মিহিরকুমার সাহা। ২০১৫ সালে এই ওয়ার্ডে জয়লাভ করেন ইলোরা সাহা।
২০২১-এ পুরভোটে ২৪ নম্বর ওয়ার্ডে যাঁরা প্রার্থী হয়েছেন
তৃণমূলের তরফে রয়েছেন ইলোরা সাহা। বিজেপির তরফে রয়েছেন কামিনী তিওয়ারি ও সিপিএমের হয়ে লড়ছেন মঞ্জু মোহতা।
তৃণমূলের প্রার্থী তালিকায় ৬৪ জন মহিলা প্রার্থী রয়েছেন। ১৯ জন তফশিলি জাতির, ২৩ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। বাদ গিয়েছে পুরনো বেশ কয়েকজনের নাম। সেই তালিকায় রয়েছেন, ১ নম্বর ওয়ার্ডের সীতা জয়সয়ারা, ২ নম্বর ওয়ার্ডে পুষ্পালি সিনহা, ৮ নম্বর ওয়ার্ডে পার্থ মিত্র, ১২ নম্বর ওয়ার্ডে প্রণতি ভট্টাচার্য্য, ১৬ নম্বর ওয়ার্ডে সাধন সাহা, ২৫ নম্বর ওয়ার্ডে স্মিতা বক্সি, ৩১ নম্বর ওয়ার্ডে সুনন্দা গুহ, ৪০ নম্বর ওয়ার্ডে স্বপ্না দাস, ৪৮ নম্বর ওয়ার্ডে সত্যেন্দ্রনাথ দে, ১ নম্বর ওয়ার্ডে সঞ্চিতা মন্ডল, ৬০ নম্বর ওয়ার্ডে কাইজার জামিল, ৬৪ নম্বর ওয়ার্ডে ইকবাল আহমেদ (সিনিয়র), ৭৩ নম্বর ওয়ার্ডে রতন মালাকার, ৮৩ নম্বর ওয়ার্ডে মঞ্জুশ্রী মজুমদার, ৯৩ নম্বর ওয়ার্ডে রতন দে, ৯৪ নম্বর ওয়ার্ডে অর্চনা সেনগুপ্ত, ১০০ নম্বর ওয়ার্ডে সুস্মিতা দাম, ১০৬ নম্বর ওয়ার্ডে মধুমিতা চক্রবর্তী, ১১৯ নম্বর ওয়ার্ডে অশোকা মন্ডল, ১২৬ নম্বর ওয়ার্ডে শিপ্রা ঘটক, ১৩৮ নম্বর ওয়ার্ডে তপশিরা বেগম, ১৩৯ নম্বর ওয়ার্ডে আফতাব উদ্দিন আহমেদ, ১৪১ নম্বর ওয়ার্ডে মমতাজ বেগম।
বিজেপির তালিকায় উল্লেখযোগ্য ভাবে গুরুত্ব পেয়েছে মহিলা প্রার্থীর নাম। ৫০টি ওয়ার্ডের বেশি জায়গায় পদ্ম শিবিরের মুখ মহিলারা। একই সঙ্গে তরুণ মুখ রয়েছে ৪৮টি।
শ্যামপুকুর-পাথুরিয়াঘাটা|| ওয়ার্ড নম্বর- ২৪ (বোরো- ৪) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | ইলোরা সাহা | ৫০০৬ | ৬২.৫৯ | ৪৯.০৮ |
বিজেপি | কামিনী তেওয়ারি | ২৫৯০ | ৩২.৩৮ | ৩৯.১৭ |
বাম | মঞ্জু মোহতা | ২৩৭ | ২.৯৬ | ৫.৭০ |
কংগ্রেস | -স্বপ্না গুপ্তা | ৮৫ | ১.০৬ | ৪.৩৩ |
অন্যান্য | – | – | – | ১.৭২ |
শ্যামপুকুর-পাথুরিয়াঘাটা || ওয়ার্ড নম্বর- ২৪ (বোরো- ৪) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | ইলোরা সাহা | ৪,৪৩৭ | ৪৯.০৮ |
বিজেপি | পূর্ণিমা কোঠারী | ৩,৫৪১ | ৩৯.১৭ |
বাম | সারিকা সাউ | ৫১৫ | ৫.৭০ |
কংগ্রেস | দীপালী চৌধুরী | ৩৯২ | ৪.৩৩ |
অন্যান্য | – | ১৫৬ | ১.৭২ |